Sawan Somvar 2021: এই ৩৪ সামগ্রী রাখুন হাতের কাছে, জানুন শ্রাবণ সোমবারে কী ভাবে সম্পন্ন করবেন রুদ্রাভিষেক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শ্রাবণ মাসের প্রতি সোমবারেই এই রুদ্রাভিষেকের আয়োজনে প্রসন্ন করা যায় আশুতোষকে।
Sawan Somvar 2021: মূল অঙ্গই হল অভিষেক। কিন্তু বিশেষ বিশেষ তিথিতে তা সম্পন্ন করতে হয় কিছু বিশেষ বিধি অনুসারে, যা শিবের অপর নামের সাযুজ্যে রুদ্রাভিষেক নামে পরিচিত। শ্রাবণ মাসের প্রতি সোমবারেই এই রুদ্রাভিষেকের আয়োজনে প্রসন্ন করা যায় আশুতোষকে।
রুদ্রাভিষেক সামগ্রী:
১. কাঠের চৌকি
২. চৌকি ঢাকার নতুন কাপড়
advertisement
৩. পঞ্চ বা অষ্টধাতুর শিবলিঙ্গ
৪. ধুতুরা ফুল
৫. চাঁপা ফুল
৬. সাদা ফুল
৭. গোলাপ ফুল
৮. বেলপাতা
৯. পান
১০. সুপারি, লবঙ্গ, এলাচ
১১. ধূপ
১২. দূর্বা
১৩. দেশলাই
১৪. তেল বা ঘিয়ের প্রদীপ
১৫. সুতির বস্ত্রখণ্ড
১৬. আরতির জন্য কর্পূর
advertisement
১৭. চন্দন বাটা
১৮. উপবীত
১৯. আতপ চাল
২০. নৈবেদ্য হিসাবে ফল
২১. কাঁচা দুধ
২২. কলা
২৩. পঞ্চামৃত- ফলের সঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনির মিশ্রণ, নিতে হবে দুই পৃথক পাত্রে
২৪. অভিষেকের জন্য বড় থালা
২৫. ভস্ম
২৬. অভিষেকের জন্য কলস
২৭. নারকেল
২৮. সাদা কাপড়
২৯. জল
advertisement
৩০. গঙ্গাজল
৩১. শিবলিঙ্গ স্থাপনের জন্য তামা বা কাঁসার থালা
৩২. আসন
৩৩. পঞ্চপত্র
৩৪. ঘণ্টা
রুদ্রাভিষেক বিধি:
১. কাঠের চৌকি সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
২. চৌকির উপরে তামা বা কাঁসার থালা রেখে তার উপরে শিবলিঙ্গ স্থাপন করতে হবে, লিঙ্গের সূচিমুখ যেন উত্তর দিকে থাকে।
৩. তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তা লিঙ্গের দক্ষিণ দিকে স্থাপন করতে হবে।
advertisement
৪. সমস্ত পূজা সামগ্রী নিয়ে পূর্ব দিকে মুখ করে পূজায় বসতে হবে।
৫. পুরুষ হন বা নারী- পূজার সময়ে ভারতীয় পোশাক পরা উচিত।
৬. ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম হৃষীকেশায় নমঃ- মনে মনে বলতে বলতে ডান হাতের তালুতে একটু জল নিয়ে আচমন করতে হবে বা তা পান করতে হবে।
advertisement
৭. পূজা সুরুর আগে গণেশ, ইন্দ্র এবং কুলদেবতাকে আহ্বান করতে হবে।
৮. গঙ্গাজল ছিটিয়ে আসনশুদ্ধি করতে হবে।
৯. ওম নমঃ শিবায় মন্ত্র বলে বেলপাতা অর্পণ করতে হবে লিঙ্গে।
১০. একটি ফুল এবং সামান্য চাল প্রীদপের উদ্দেশে অর্পণ করতে হবে।
১১. এবার লিঙ্গটিকে চৌকি থেকে নামিয়ে অভিষেকের থালায় স্থাপন করতে হবে। থালায় আগে বেল পাতা রেখে তার উপরে লিঙ্গটিকে বসাতে হবে।
advertisement
১২. ওম নমঃ শিবায় মন্ত্র বলে কিছু আতপ চাল লিঙ্গে অর্পণ করতে হবে।
১৩. এবার লিঙ্গটিকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দিয়ে।
১৪. পঞ্চামৃত অভিষেকের পরে চন্দন মেশানো জলে অভিষেক করতে হবে, তার পর জল দিয়ে অভিষেক হয়ে গেলে আবার কিছু আতপ চাল অর্পণ করতে হবে।
১৫. আবার জলাভিষেকের পরে আতপ চাল অর্পণ করতে হবে।
advertisement
১৬. এবার লিঙ্গে ফুল দিয়ে কলস থেকে যথাক্রমে কাঁচা দুধ এবং জল দিয়ে অভিষেক করতে হবে।
১৭. এবার লিঙ্গটি পরিষ্কার করে, চৌকির উপরে রাখা থালায় বেলপাতা দিয়ে তার উপরে তাকে স্থাপন করতে হবে।
১৮. বস্ত্রখণ্ড দিয়ে লিঙ্গটি মুছে দিতে হবে।
১৯. বস্ত্র এবং উপবীত নিবেদন করতে হবে।
২০. ডান হাতের মধ্যমার সাহায্যে লিঙ্গে চন্দন পরিয়ে কিছু আতপ চাল অর্পণ করতে হবে।
২১. একে একে ভস্ম, বেল পাতা, ফুল অর্পণ করতে হবে। দীপ, ধূপ নিবেদনের পরে ঘণ্টা বাজাতে হবে।
২২. এবার দ্বিতীয় পাত্রে রাখা পঞ্চামৃত, ফল, নারকেল, পান, সুপারি, লবঙ্গ, এলাচ একটু করে গঙ্গাজল ছিটিয়ে একে একে নৈবেদ্য রূপে নিবেদন করতে হবে, এর সঙ্গে দিতে হবে একটি টাকার মুদ্রা।
২৩. ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে এই কাজগুলি করতে হবে।
২৪. এর পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে।
২৫. কর্পূর জ্বালিয়ে আরতি করতে হবে।
২৬. আসন ছেড়ে উঠে করজোড়ে প্রদক্ষিণ করতে হবে লিঙ্গটিকে।
২৭. সব শেষে পুষ্পাঞ্জলি দিয়ে, প্রণাম করে সাঙ্গ করতে হবে রুদ্রাভিষেক।
Location :
First Published :
July 26, 2021 12:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sawan Somvar 2021: এই ৩৪ সামগ্রী রাখুন হাতের কাছে, জানুন শ্রাবণ সোমবারে কী ভাবে সম্পন্ন করবেন রুদ্রাভিষেক