Bizarre News: ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছিলেন, সেখানে পঞ্চায়েত প্রধান যা লিখলেন...! রবিবার সকালে হাসির ফোয়ারা নেটদুনিয়ায়, কী লেখা ছিল?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bizarre News: সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ক্যারেক্টার সার্টিফিকেট ভাইরাল হয়েছে, যেটি গ্রামের পঞ্চায়েত প্রধান বা সরপঞ্চের তৈরি করা। কিন্তু তিনি এতে এমন কিছু লিখেছিলেন, যা পড়ে মানুষ হতবাক! অনেকেই বলছেন, নির্ঘাত এই সার্টিফিকেট শত্রুতার বহিঃপ্রকাশ।
দৌসাঃ অনেক সময় সরকারি কোনও কাজে ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেই শংসাপত্র এলাকার কাউন্সিলর বা গ্রামের পঞ্চায়েত প্রধান দেন সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলাকে। সেই সার্টিফিকেটের সাধারণত একটি গতে বাঁধা ফরম্যাট থাকে, যেখানে যিনি সেই শংসাপত্র পাচ্ছেন, তার জন্য ভাল কিছু কথা কথা লেখা থাকে। তার কারণ এতে তাঁর সরকারি সেই কাজ পেতে সুবিধা হয়, তাঁকে ভাল প্রতিপন্ন করাই উদ্দেশ্য। যদি এতে ভুল বা খারাপ কথা লেখা থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার সমস্যা হতে পারে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ক্যারেক্টার সার্টিফিকেট ভাইরাল হয়েছে, যেটি গ্রামের পঞ্চায়েত প্রধান বা সরপঞ্চের তৈরি করা। কিন্তু তিনি এতে এমন কিছু লিখেছিলেন, যা পড়ে মানুষ হতবাক! অনেকেই বলছেন, নির্ঘাত এই সার্টিফিকেট শত্রুতার বহিঃপ্রকাশ।
আরও পড়ুনঃ আটা-ময়দায় মিশিয়ে নিন ‘এক’ চিমটি! এতেই তুলোর মতো পাতলা, নরম হবে রুটি! গৃহিণীদের জন্যই এই মোক্ষম কৌশল
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @_santa_banta_jokes_ একটি ছবি পোস্ট করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে সেটি কারও ক্যারেক্টার সার্টিফিকেট। যাইহোক, এটি একটি নকল ছবিও হতে পারে, তবে যেভাবে ছোট ছোট জিনিস উল্লেখ করা হয়েছে, এটি বাস্তব বলে মনে হচ্ছে। এই চরিত্রের শংসাপত্রটি রাজস্থানের দৌসার বাসিন্দা জ্ঞান চন্দ্র বৈরওয়ার অন্তর্গত। দৌসা জেলার জয়সিংহপুরা গ্রামের সরপঞ্চ এই চরিত্রের শংসাপত্র দিয়েছেন।
advertisement
advertisement
সার্টিফিকেটে ব্যক্তির নাম, তাঁর বাবার নাম ও ঠিকানা লেখা। নিচের অংশে যা লেখা তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘এটা আমি খুব ভালো করেই জানি।, ইনি একজন ঝগড়াটে ব্যক্তি। গালিগালাজ করা স্বভাব।’ শংসাপত্রের নিচে সরপঞ্চের সিলমোহর ও স্বাক্ষর রয়েছে। এটি ২০ জুলাই ২০১৯ সালের। অনুমান করাই যাচ্ছে, এই লেখা পাওয়ার পরে জ্ঞানচন্দ্রের অসুবিধা কমেছে নাকি বেড়েছে কয়েকগুণ। কিন্তু কেন এই লেখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
পোস্টটি এক হাজারের বেশি লাইক পেয়েছে। কেউ কেউ মন্তব্য করে তাদের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এই দু’জনকে বেস্টফ্রেন্ড মনে হচ্ছে’। একজন লেখেন, ‘প্রিয় বন্ধু পঞ্চায়েত প্রধান হয়ে গেলে এটিই ঘটে’। একজন লেখেন, ‘এটা আসল, পরীক্ষিত ক্যারেক্টার সার্টিফিকেট’।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 11:01 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre News: ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছিলেন, সেখানে পঞ্চায়েত প্রধান যা লিখলেন...! রবিবার সকালে হাসির ফোয়ারা নেটদুনিয়ায়, কী লেখা ছিল?