‘রাজফল’ খেয়েছেন? গরমকালেই পাওয়া যায়, ক্যানসার ও মৃগী রোগীদের জন্য উপকারি

Last Updated:

এর গাছ দেখতে অনেকটা নিম গাছের মতো। অনেক ধরনের মাল্টি ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এর কার্নেল থেকে তেলও বের করা হয়।

‘রাজফল’ খেয়েছেন? গরমকালেই পাওয়া যায়, ক্যানসার ও মৃগী রোগীদের জন্য উপকারি
‘রাজফল’ খেয়েছেন? গরমকালেই পাওয়া যায়, ক্যানসার ও মৃগী রোগীদের জন্য উপকারি
শক্তি সিং, কোটা: গ্রীষ্মের মরশুমে মাত্র কয়েকদিন এই ফল পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এর গাছ দেখতে অনেকটা নিম গাছের মতো। অনেক ধরনের মাল্টি ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। এর কার্নেল থেকে তেলও বের করা হয়।
ফলের নাম রানি মেওয়া। দেখতে কিছুটা কাস্টার্ড আপেলের মতো। ক্যানসার এবং মৃগী রোগীদের জন্য খুব উপকারি। খেতে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। মহারাষ্ট্রের মালওয়া এবং রাজস্থানের কিছু অংশে রানি মেওয়া গাছ দেখা যায়। একাধিক ক্ষেত্রে এই গাছের কাঠ ব্যবহারের চল রয়েছে।
advertisement
advertisement
রানি মেওয়া ফল গ্রীষ্মকালে পাকে। এর আকার অনেকটা নিম্বলির মতো। বাজারে খুব কমই দেখা যায়। গুণের কারণে একে ফলের রাজাও বলেন অনেকে। প্রাচীনকালে রাজারাজড়ারা এই ফল খেতে পছন্দ করতেন। সেখান থেকেই এর নাম রানি মেওয়া। অনেকে অবশ্য রাজদান বা রাজফল-ও বলেন।
স্বাস্থ্যের মহৌষধ: আয়ুর্বেদিক চিকিৎসক সুনীল গৌতম জানান, রানি মেওয়া নামের এই ফল শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায়। রাজস্থান এবং মহারাষ্ট্রের কিছু অংশে এর গাছ পাওয়া যায়। এতে সব ধরনের ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। আয়ুর্বেদে এর নাম ‘খিরনি’। এতে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট এবং উদ্ভিদ এস্টারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে।
advertisement
এর সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীর ঠান্ডা থাকে। রানি মেওয়া অনেক ধরনের রোগ থেকেও রক্ষা করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ত্বক উজ্জ্বল রাখে। ফ্রি র‌্যাডিকেল ফলে সৃষ্ট ক্ষতি থেকে সুরক্ষা দেয়। ভারতের কিছু অঞ্চলে মৃত ব্যক্তির মুখে এই ফলের রস দেওয়ার প্রথা রয়েছে।
advertisement
খিরনিতে প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদানও রয়েছে যা শরীরের বিভিন্ন অঙ্গের জন্য উপকারী। এই ফল খেলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। কিডনি, ফুসফুস ও হার্টের জন্য উপকারী বলে মনে করেন আয়ুর্বেদিক চিকিৎসকরা। শরীরে জমে থাকা ময়লা (বিষাক্ত পদার্থ) অপসারণ করতে এবং রক্ত বিশুদ্ধ করতেও সাহায্য করে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘রাজফল’ খেয়েছেন? গরমকালেই পাওয়া যায়, ক্যানসার ও মৃগী রোগীদের জন্য উপকারি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement