Alert! বাগানে এই ৬ গাছ ভুলেও লাগাবেন না, সাপের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হতে পারে !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Which plants does Snake likes: নেক গাছপালা কিন্তু সাপেদের আঁতুড়ঘর। বাগানে এসব লাগালে বাসা বাঁধবে বিষধররা।
বাড়ির সামনে এক চিলতে বাগান। রঙ-বেরঙের ফুল, ফল, সবজি। বিকেলের নরম রোদে সে এক দেখার মতো দৃশ্য। কিন্তু সাবধান। অনেক গাছপালা কিন্তু সাপেদের আঁতুড়ঘর। বাগানে এসব লাগালে বাসা বাঁধবে বিষধররা। তাই বাগান করার আগে জেনে নিতে হবে খুঁটিনাটি। কোন কোন গাছ-গাছালি বাগানে লাগানো উচিত নয়, এখানে রইল তার তালিকা।
advertisement
চন্দন গাছ: যেসব গাছের পাতা খুব ঘন সেখানে সাপ থাকতে পছন্দ করে। তাছাড়া সাপের ঘ্রাণশক্তি প্রবল। চন্দন সুগন্ধি হওয়ার কারণেও সাপ ডেরা বাঁধে। চন্দন কাঠ প্রকৃতিতে শীতল। সাপেদেরও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। ঠান্ডা, অন্ধকার জায়গা তারা বেশি পছন্দ করে। এই কারণেও চন্দন গাছ থাকলে সাপের উপদ্রব বাড়ে।
advertisement
লেবু গাছ: অনেকেই জানেন না, লেবু গাছে সাপ থাকতে পছন্দ করে। লেবু টক। পোকামাকড়, পাখি, ইঁদুর খায়। এদের শিকার করতেই লেবু গাছে হানা দেয় সাপ। বাগান বা বাড়ির সামনে লেবু গাছ থাকলে নজর দেওয়া উচিত।
advertisement
দেবদারু গাছ: কথিত আছে, দেবদারু গাছে সাপ বাসা বাঁধে। যদিও দেবদারু গাছ জঙ্গলেই দেখা যায়। বাগানে কেউ লাগায় না। কিন্তু বাড়ির কাছাকাছি দেবদারু গাছ থাকলে সতর্ক থাকতে হবে। এই গাছও প্রকৃতিতে ঠান্ডা। ছায়া দেয়। ফলে সাপের উপদ্রব দেখা যায়।
advertisement
ক্লোভার প্ল্যান্ট: এই গাছ মাটির উপরে খুব বেশি জন্মায় না। ক্লোভার উদ্ভিদকে ক্লোভার, ট্রেফয়েলও বলা হয়। মাটির কাছাকাছি হওয়ায় সাপ সহজেই এর নিচে লুকিয়ে থাকে। বিশ্রাম নেয়। নিজেকে ঠান্ডা রাখে। বাগানে ক্লোভার প্ল্যান্ট বসালে জীবনের ঝুঁকি রয়েছে। Representative Image
advertisement
সাইপ্রেস (Cypress Tree): অনেকেই বাড়ি, উঠোন বা বাগানে সাইপ্রাস গাছ লাগান। দেখতে সুন্দর। পাতাগুলো সূক্ষ। ঝাড়ের মতো লাগে। ঘন পাতায় সাপ লুকিয়ে থাকে। তাই এই গাছও বাগানে লাগানো যাবে না।
advertisement
জুঁই ফুলের গাছ: জুঁই ফুলের গাছের আশপাশে সাপ থাকতে পছন্দ করে। সুন্দর গন্ধের জন্য অনেকেই বাগানে লাগান। বাস্তুমতে এই গাছ বাড়িতে সুখ, সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু এই গাছেও বাসা বাঁধে সাপ। বাগানে জুঁই ফুলের গাছ লাগালে সতর্ক থাকতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)