৩০টি ভাষায় গেয়েছেন ১৫ হাজারের বেশি গান, স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে! জনপ্রিয়তায় উদিত নারায়ণ পাল্লা দেন মুকেশ-রফিকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
১৯৫৫ সালে নেপালের সাপ্তারি জেলায় জন্ম। পুরো নাম উদিত নারায়ণ ঝা।
নেপালি ছবি ‘সিন্দুর’ দিয়ে কেরিয়ারের শুরু। তারপর আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, অনুরাধা পড়ওয়াল, সোনু নিগম, কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কাজ করেছেন রাজেশ রোশন, আরডি বর্মন, বাপ্পি লাহিড়ি, মানস মুখোপাধ্যায়, কল্যাণজি-আনন্দজির মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে। রোজগারও করেছেন দু’হাতে।
advertisement
৩০টি ভাষায় ১৫ হাজারের বেশি গান গেয়ে রেকর্ডও রয়েছে তাঁর। তিনি আর কেউ নন, বিখ্যাত গায়ক এবং প্লে ব্যাক শিল্পী উদিত নারায়ণ। ১৯৫৫ সালে নেপালের সাপ্তারি জেলায় জন্ম। পুরো নাম উদিত নারায়ণ ঝা। নেপালি ছবি ছাড়া বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত। সঙ্গীতশিল্পী রাজেশ রোশন তাঁকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন, ‘উনিশ বিশ’ ছবিতে।
advertisement
advertisement
২০০৯ সালে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে উদিত নারায়ণকে। তিনবার জাতীয় পুরস্কারও জিতেছেন। 'কয়ামত সে কয়ামত তক', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'রাজা হিন্দুস্তানি', 'হম দিল দে চুকে সনম', 'আশিকি', 'লগান'-এর মতো সুপারহিট ছবির জন্য ফিল্মফেয়ার পেয়েছেন ৫ বার। ইদানীং সিনেমায় আর সেভাবে শোনা যায় না উদিতের কণ্ঠ। তবে গত ৩ দশক বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করেছেন তিনি। তাঁকে কিশোর কুমার এবং মহম্মদ রফির সঙ্গেও তুলনা করেন অনেকে।
advertisement
advertisement
advertisement
প্রথম দিকে এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু আদালতে রঞ্জনা একের পর এক প্রমাণ দেন। উদিতের সঙ্গে তাঁর বিয়ের ছবি পেশ করেন। শেষে দুই স্ত্রীকেই সঙ্গে রাখার নির্দেশ দেয় আদালত। দীপা এবং উদিতের এক ছেলে আদিত্য নারায়ণ। tring.co.in অনুযায়ী, উদিত নারায়ণের ১৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বর্তমানে তাঁর আয়ের প্রধান উৎস রিয়েল এস্টেট। এছাড়া সিনেমা, রেকর্ড এবং রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।