উড়ল টাকা! ৫০ হাজার টাকা 'ফ্লাইওভার' থেকে…! ইউটিউবার যা করলেন হুড়োহুড়ি পড়ে গেল
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Kanpur Youtuber: পথচারীরা আচমকা আকাশ থেকে টাকা পড়তে দেখে হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়, শুরু হয় নোট কুড়নোর প্রতিযোগিতা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে।
কানপুর: উড়ছে টাকা! স্বপ্ন নয়, সত্যি। এক ইউটিউবার নিজের জন্মদিন উদযাপন করলেন অভিনব পদ্ধতিতে। চাকেরি এলাকার এক ফ্লাইওভারের উপর উঠে ৫০,০০০ টাকা উড়িয়ে দিলেন তিনি। মুহূর্তের মধ্যে রাস্তায় থাকা মানুষজন টাকা কুড়তে হুড়োহুড়ি শুরু করল…! উত্তরপ্রদেশের কানপুরে হইহই কাণ্ড।
আজকাল সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য কনটেন্ট ক্রিয়েটররা নানা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকেন। বেশি লাইক ও ভিউস পাওয়ার জন্য তাঁরা ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করেন। এমনই এক ঘটনা ঘটেছে কানপুর শহরে, যেখানে এক ইউটিউবার ফ্লাইওভার থেকে টাকা ছড়িয়ে দিলেন।
advertisement
advertisement
চাকেরি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় পথচারীরা আচমকা আকাশ থেকে টাকা পড়তে দেখে হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়, শুরু হয় নোট কুড়নোর প্রতিযোগিতা। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement

মুহূর্তের মধ্যে রাস্তায় থাকা মানুষজন টাকা কুড়তে হুড়োহুড়ি শুরু করল…! উত্তরপ্রদেশের কানপুরে হইহই কাণ্ড।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক বলছেন যে তিনি ব্যাঙ্ক থেকে ৫০,০০০ টাকা তুলেছেন এবং সেগুলি জনগণের মধ্যে বিলিয়ে দিতে চান। সোশ্যাল মিডিয়ায় ‘জেদ হিন্দুস্তানি’ নামে পরিচিত এক ইউটিউবার এই ঘটনার নেপথ্যে রয়েছেন। জানা গিয়েছে, তিনি নিজের জন্মদিনে বিশেষ কিছু করতে চেয়েছিলেন, তাই ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফ্লাইওভার থেকে ছড়িয়ে দেন।
advertisement
ভিডিওতে দেখা যায়, ইউটিউবার তাঁর বন্ধুদের সঙ্গে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে দু’হাতে ২০০ টাকার নোট বাতাসে ছুঁড়ে দিচ্ছেন। নীচে থাকা পথচারীরা এবং যানবাহনের যাত্রীরা ছুটে এসে সেই টাকা লুটতে শুরু করেন। এতে রাস্তার পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে, যান চলাচল ব্যাহত হয়।
advertisement
ফ্লাইওভার থেকে টাকা পড়তে দেখে অনেকেই গাড়ি থামিয়ে টাকা কুড়নোর জন্য নেমে পড়েন। কেউ দ্রুত দৌড়ে বেশি টাকা সংগ্রহের চেষ্টা করেন, কেউ আবার মাটিতে পড়ে থাকা টাকা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন। এমনকি কিছু বাইকচালকও নিজেদের যানবাহন ফেলে রেখে রাস্তায় দৌড়তে শুরু করেন। এ দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান। বেশ কিছু পথচারী ও গাড়ির চালক গোটা ঘটনার ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ফলে মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।
advertisement
ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রকাশ্যে এভাবে টাকা ছিটিয়ে দেওয়া আইনসম্মত নয়, কারণ এতে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে। কানপুর পুলিশ ইতিমধ্যেই ওই ইউটিউবারকে শনাক্ত করেছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশের মতে, এই ধরনের কাজ ট্রাফিক নিয়ম লঙ্ঘনের পাশাপাশি জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও দেশে বিভিন্ন জায়গায় এ ধরনের কাণ্ড ঘটিয়েছে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাঁরা শুধুমাত্র জনপ্রিয়তা বাড়ানোর জন্য এমন অদ্ভুত উপায় অবলম্বন করেন।
Location :
Kanpur,Kanpur Nagar,Uttar Pradesh
First Published :
March 02, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
উড়ল টাকা! ৫০ হাজার টাকা 'ফ্লাইওভার' থেকে…! ইউটিউবার যা করলেন হুড়োহুড়ি পড়ে গেল