তাজমহল ঘুরতে গিয়েছিলেন যুগল, হঠাৎ তরুণী এক অদ্ভুত 'জেদ' ধরেন...! তার পরই সব শেষ! ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর 'দৃশ্য'
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Agra News: প্রেমিকা এক অদ্ভুত জেদ ধরে বসলেন। প্রেমিক বহু চেষ্টা করেও তার দাবি পূরণ করতে পারেননি। এরপর কয়েকদিনের মধ্যেই ঘটল এক ভয়াবহ ঘটনা। কিছুদিন পর ছড়িয়ে পড়ল এক ভিডিও, যা দেখে হতবাক হয়ে গেল পুলিশ।
advertisement
advertisement
advertisement
মৃত যুবক জিতেন্দ্র আগ্রার আচনেড়া এলাকার বাসিন্দা ছিল এবং এক বেসরকারি সংস্থায় কাজ করত। জিতেন্দ্রর পরিবারের অভিযোগ, আগ্রার এটমাদপুরের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ১৬ ফেব্রুয়ারি সে আত্মহত্যা করে। তবে পরিবার এই ঘটনা পুলিশকে জানায়নি এবং গোপনে তার শেষকৃত্য সম্পন্ন করে। কিন্তু কিছুদিন পর জিতেন্দ্রর আত্মহত্যার আগে করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
advertisement