Viral : ‘ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্প ধ্বস্ত পাকটিকার ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য, ভাইরাল ছবি

Last Updated:

Viral : পাকটিকার গায়েন প্রদেশের এই ভাইরাল ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে তার পালক পরিবারের সকলেই নিহত ভূমিকম্পে ৷

Viral :পাকটিকা প্রদেশের গায়ান এলাকায় ওচকি গ্রামে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে৷
Viral :পাকটিকা প্রদেশের গায়ান এলাকায় ওচকি গ্রামে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে৷
নয়াদিল্লি : ভূমিকম্পে বিধ্বস্ত চারদিক ৷ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে একটি কুকুর৷ দেখে বোঝা যাচ্ছে কোনও এক সময়ে সে ছিল পোষ্য ৷ কিন্তু এখন ‘পরিবার’-কে হারিয়ে সে গৃহহীন ৷ ভূমিকম্পে ধ্বস্ত আফগানিস্তানের পাকটিকা প্রদেশের এই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সমীরা এস আর ৷ নেটিজেনদের মন জয় করেছে এই করুণ ছবি৷
পাকটিকার গায়েন প্রদেশের এই ভাইরাল ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে তার পালক পরিবারের সকলেই নিহত ভূমিকম্পে ৷ তাঁদের খোঁজে সে রোজ ঘুরে বেড়ায় ভাঙা ঘরবাড়ির চারপাশে৷ এখন গ্রামের অন্যান্য বাসিন্দারাই তাকে খাবার দিচ্ছেন ৷ নিয়মিত যত্ন নিচ্ছেন ৷ এই বার্তা লেখা আছে ভিডিও-র ক্যাপশনে৷ পাকটিকা প্রদেশের গায়ান এলাকায় ওচকি গ্রামে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : ইউটিউবার ঐশ্বর্যর বাঁধভাঙা কান্না, ট্রোলিং কীভাবে সামলানো যায়? বললেন মনোবিদ
পালক পরিবারহীন অনাথ কুকুরটিকে দেখে ট্যুইটারেত্তিদের মন আর্দ্র৷ তাঁরা সকলেই মনে করেন কুকুরটির সেবাযত্ন দরকার ৷ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে কুকুরটিকে দত্তক নেওয়ার জন্য ৷ এক নেটিজেন লিখেছেন ‘‘মানুষের কুকুর পোষার অধিকারই নেই৷’’ আর এক ট্যুইটার ব্যবহারকারী আশা প্রকাশ করেছেন চতুষ্পদটি যেন তার আগের পালক পরিবারের মতোই কোনও ভালবাসা ও স্নেহের আশ্রয় খুঁজে পায় ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : আলু, লেবু থেকে বেদানা-এই তরকারি ও ফলের খোসা ফেলে দেন? নিজের দোষেই হারাচ্ছেন সুন্দরী হওয়ার উপায়
এক সপ্তাহ আগে বুধবার, গত ২২ জুন ভারতীয় সময় অনুয়ায়ী ভোরবেলা বিধ্বংসী ভূমিকম্পে ধুলিসাৎ হয়ে যায় পাকিস্তান-সীমান্ত ঘেঁষা আফগানিস্তানের পাকটিকা ও খোস্ত প্রদেশের পার্বত্য এলাকার এক ডজনেরও বেশি গ্রাম৷ নিহত হন অন্তত ১০০০ জন ৷ আহত কমপক্ষে ১৫০০ জন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল ৬.১ ৷ কম্পন অনুভূত হয় পাকিস্তান ও ভারতেও ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : ‘ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্প ধ্বস্ত পাকটিকার ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য, ভাইরাল ছবি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement