Viral : ‘ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্প ধ্বস্ত পাকটিকার ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য, ভাইরাল ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral : পাকটিকার গায়েন প্রদেশের এই ভাইরাল ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে তার পালক পরিবারের সকলেই নিহত ভূমিকম্পে ৷
নয়াদিল্লি : ভূমিকম্পে বিধ্বস্ত চারদিক ৷ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে একটি কুকুর৷ দেখে বোঝা যাচ্ছে কোনও এক সময়ে সে ছিল পোষ্য ৷ কিন্তু এখন ‘পরিবার’-কে হারিয়ে সে গৃহহীন ৷ ভূমিকম্পে ধ্বস্ত আফগানিস্তানের পাকটিকা প্রদেশের এই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সমীরা এস আর ৷ নেটিজেনদের মন জয় করেছে এই করুণ ছবি৷
পাকটিকার গায়েন প্রদেশের এই ভাইরাল ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে তার পালক পরিবারের সকলেই নিহত ভূমিকম্পে ৷ তাঁদের খোঁজে সে রোজ ঘুরে বেড়ায় ভাঙা ঘরবাড়ির চারপাশে৷ এখন গ্রামের অন্যান্য বাসিন্দারাই তাকে খাবার দিচ্ছেন ৷ নিয়মিত যত্ন নিচ্ছেন ৷ এই বার্তা লেখা আছে ভিডিও-র ক্যাপশনে৷ পাকটিকা প্রদেশের গায়ান এলাকায় ওচকি গ্রামে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : ইউটিউবার ঐশ্বর্যর বাঁধভাঙা কান্না, ট্রোলিং কীভাবে সামলানো যায়? বললেন মনোবিদ
পালক পরিবারহীন অনাথ কুকুরটিকে দেখে ট্যুইটারেত্তিদের মন আর্দ্র৷ তাঁরা সকলেই মনে করেন কুকুরটির সেবাযত্ন দরকার ৷ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে কুকুরটিকে দত্তক নেওয়ার জন্য ৷ এক নেটিজেন লিখেছেন ‘‘মানুষের কুকুর পোষার অধিকারই নেই৷’’ আর এক ট্যুইটার ব্যবহারকারী আশা প্রকাশ করেছেন চতুষ্পদটি যেন তার আগের পালক পরিবারের মতোই কোনও ভালবাসা ও স্নেহের আশ্রয় খুঁজে পায় ৷
advertisement
advertisement
Every person in the house this dog belongs to was killed in the earthquake. Neighbours said they took him with them to feed/take care of. He keeps coming back to the destroyed house and wails. Ochki village in Gayan, Paktika.#AfghanistanEarthquake #Afghanistan pic.twitter.com/A7oCoGIn2V
— Samira SR (@SSamiraSR) June 26, 2022
advertisement
আরও পড়ুন : আলু, লেবু থেকে বেদানা-এই তরকারি ও ফলের খোসা ফেলে দেন? নিজের দোষেই হারাচ্ছেন সুন্দরী হওয়ার উপায়
এক সপ্তাহ আগে বুধবার, গত ২২ জুন ভারতীয় সময় অনুয়ায়ী ভোরবেলা বিধ্বংসী ভূমিকম্পে ধুলিসাৎ হয়ে যায় পাকিস্তান-সীমান্ত ঘেঁষা আফগানিস্তানের পাকটিকা ও খোস্ত প্রদেশের পার্বত্য এলাকার এক ডজনেরও বেশি গ্রাম৷ নিহত হন অন্তত ১০০০ জন ৷ আহত কমপক্ষে ১৫০০ জন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পে তীব্রতা ছিল ৬.১ ৷ কম্পন অনুভূত হয় পাকিস্তান ও ভারতেও ৷
Location :
First Published :
June 29, 2022 8:00 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : ‘ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্প ধ্বস্ত পাকটিকার ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য, ভাইরাল ছবি