ময়ূরী নয়, ওটা যে হাঁস! কে বোঝাবে 'পাগল প্রেমী' ময়ূরকে! বর্ষায় পেখম তুলে সে যা করল...'কলি যুগ'! বলছেন সবাই

Last Updated:

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় রোজই অদ্ভুত ও মজার ভিডিও ভাইরাল হয়, কিন্তু সম্প্রতি সামনে আসা এই ভিডিও যেমন হাসিয়েছে, তেমনই অবাক করেছে নেটিজেনদের।

ময়ূর হাঁসকে ময়ূরী ভেবে কাটাল ‘বিবাহের রাত’! রোম্যান্সের ফল দেখে হেসে খুন নেটিজেনরা!
ময়ূর হাঁসকে ময়ূরী ভেবে কাটাল ‘বিবাহের রাত’! রোম্যান্সের ফল দেখে হেসে খুন নেটিজেনরা!
সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত ভিডিও ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে, এক ময়ূর হাঁসের সঙ্গে রোম্যান্সে (Love Story) মেতেছে। ভিডিও দেখে কেউ বলছেন, এ নাকি কলিযুগের ফল! আবার কেউ মজা করে লিখছেন, এখন নাকি সবাই তাদের ‘সন্তান’ দেখতে আগ্রহী।
বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় রোজই অদ্ভুত ও মজার ভিডিও ভাইরাল হয়, কিন্তু সম্প্রতি সামনে আসা এই ভিডিও যেমন হাসিয়েছে, তেমনই অবাক করেছে নেটিজেনদের। তাতে দেখা যাচ্ছে, এক ময়ূর রঙিন লেজ মেলে হাঁসের মন জয় করার চেষ্টা করছে—যেন ওকে ময়ূরী ভেবে বসেছে। দৃশ্যটা দেখে কেউ কলিযুগের ফল বলছেন, কেউ আবার রসিকতা করে ‘হাইব্রিড বাচ্চা’ দেখার ইচ্ছা প্রকাশ করছেন। ভাইরাল সেই ভিডিওটি রইল নীচে, দেখে নিন, নিজেই মজা পাবেন!
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Lizhipeng Li (@yipinshuageliyingjun)

advertisement

ভিডিওতে যা দেখা যাচ্ছে

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে একটি হাঁস বসে আছে। পেছনে এসে দাঁড়িয়েছে এক ময়ূর, লেজ মেলে নাচছে। কিছুক্ষণ পর ময়ূরটি হাঁসের ওপর উঠে বসে, তারপর কিছু সময় পর সরে যায়। এই দৃশ্য দেখে বিস্মিত সবাই। ময়ূরের এই রোম্যান্স সবাইকে চমকে দিয়েছে। একজন নেটিজেন মজা করে লিখেছেন, “বিয়ের রাতের পরেই বোধহয় সত্যিটা বুঝতে পেরেছে ময়ূরভাই!”
advertisement

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাসি ও কৌতূহলের ঝড় তুলেছে। কেউ লিখেছেন, “এটাই কলিযুগের প্রভাব—ময়ূরও এখন ময়ূরী আর হাঁসের মধ্যে তফাৎ বুঝতে পারছে না!” আরেকজনের মন্তব্য, “এবার বাচ্চা হলে কেমন হবে? ময়ূর-হাঁস হাইব্রিড?” কেউ একে প্রকৃতির মজার খেলা বলেছেন, আবার কেউ ময়ূরের ‘ভুল বোঝা’ নিয়ে ঠাট্টা করেছেন।
advertisement

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: ময়ূরের প্রণয় নাচ

ভারতের জাতীয় পাখি ময়ূর (Pavo cristatus) তার রঙিন পালক ও প্রণয় নাচের জন্য বিখ্যাত। বৈজ্ঞানিক গবেষণায় জানা যায়, পুরুষ ময়ূরীরা দীর্ঘ ও আকর্ষণীয় লেজ মেলে নাচের মাধ্যমে ময়ূরীদের আকর্ষণ করে। এই নাচ মূলত তাদের শারীরিক ও যৌন সক্ষমতার প্রদর্শন। এক গবেষণায় জানা গেছে, ময়ূরীরা মূলত ময়ূরের লেজের নিচের অংশে বেশি নজর দেয়, মাথা বা উপরের পালকে নয়। তবে এই ভিডিওতে ময়ূর হাঁসকে ময়ূরী ভেবে বসেছে, যা স্বাভাবিক আচরণ নয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ময়ূরী নয়, ওটা যে হাঁস! কে বোঝাবে 'পাগল প্রেমী' ময়ূরকে! বর্ষায় পেখম তুলে সে যা করল...'কলি যুগ'! বলছেন সবাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement