প্যারিসে স্ট্রিট পারফর্মারের কণ্ঠে লতা মঙ্গেশকরের গান কেড়ে নিল সোশ্যাল মিডিয়ার মন
- Published by:Brototi Nandy
Last Updated:
বিদেশী হওয়া সত্বেও প্যারিসের স্ট্রিট পারফর্মারের কণ্ঠে লতা মঙ্গেশকরের 'আজীব দাস্তান' গানটি নেটিজেনদের স্তদ্ধ করে দিয়েছে। একজন পাকিস্তানি মহিলা ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। street performer of paris sing the famous song 'ajib dastan' of lata
আমাদের দেশ হোক বা বিশ্বের অন্য কোন দেশ , সব জায়গাতেই স্ট্রিট পারফর্মারদের নিজেদের গোপন প্রতিভা সবার সামনে তুলে ধরতে দেখা যায়। কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে , কেউ ম্যাজিক বা মজার জিনিস দেখিয়ে , কেউ আবার সুন্দর কণ্ঠে গান শুনিয়ে পথচলতি মানুষের মন জয় করে থাকে। তাদের প্রচেষ্টা এবং সাহস সত্যি প্রশংসার যোগ্য। আমাদের মধ্যে এমন বহু মানুষ আছেন যারা এই সমস্ত প্রতিভার কদর করেন এবং সমাজের সামনে তাদের তুলে ধরার জন্য নিজের চেষ্টা লাগিয়ে দেন।
ইন্টারনেটের দৌলতে এমন অনেক প্রতিভার সন্ধান আমরা আগেও পেয়েছি যারা নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য রাস্তায় নাম এবং রোজগারের পন্থা হিসাবে সেই প্রতিভাকে কাজে লাগায়। তাদের শহরের রাস্তায়, হোটেলের বাইরে , প্রত্যন্ত গ্রামে আমরা খুঁজে পায়। তাদের ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাদের দুনিয়ার সামনে তুলে ধরে বহু ইউসার।
একইভাবে সম্প্রতি এক পাকিস্তানি মহিলার দ্বারা পোস্ট হওয়া একটি ভিডিওতে প্যারিসের রাস্তায় গান গাওয়া একজন স্ট্রিট পারফর্মারের কণ্ঠ আমাদের সামনে উঠে এসেছে। এই বিদেশী পারফর্মারের কণ্ঠে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান 'আজীব দাস্তান' মানুষের মনকে ছুঁয়ে গেছে। তার গান শুনে বহু ইন্টারনেট ব্যবহারকারী তার গানের প্রশংসা করে 'সুন্দর' বলে কমেন্ট করেছেন। আবার কেউ তার গানকে 'আশ্চর্যজনক' বলে অভিহিত করেছেন।
advertisement
advertisement
মাহিরা ঘানি নামে পরিচিত একজন মহিলা, প্যারিসে এই স্ট্রিট পারফর্মারের মিষ্টি গানটি মাইক্রো-ব্লগিং সাইটে শেয়ার করেছেন । পোস্টে তিনি লিখেছেন “এই লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথা থেকে এসেছি। আমি পাকিস্তান থেকে বলেছিলাম এবং তিনি অপেরা গার্নিয়ার প্যারিসের সামনে দাঁড়িয়ে এই গানটি গাইতে শুরু করেন।" ভিডিওটি শেয়ার হওয়ার পর ২০০,০০০এর বেশি ভিউ এবং ১০,০০০ হাজার লাইক অর্জন করেছে। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
This guy asked me where I am from. I told from Pakistan and he started singing this in front of opera garnier Paris 🥺🥺🥺🥺🥺 pic.twitter.com/MXKyK5du23
— Maheera Ghani (@MaheeraGhani) January 28, 2023
৪৫ সেকেন্ডের ক্লিপটিতে এই লোকটি ১৯৬০ সালের বলিউড ছবি 'দিল আপনা অর প্রীত পারাই'-এর লতা মঙ্গেশকরের বিখ্যাত গান 'আজীব দাস্তান হ্যায় ইয়ে' গাইতে দেখা গেছে। খুব শীঘ্র ইন্টারনেটে এই ভিডিওটি ছড়িয়ে পরে এবং দ্রুত ভাইরাল হয়. মানুষের প্রশংসায় কমেন্ট বক্স ভরে যায়। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের কিছু প্রতিক্রিয়া এখানে দেওয়া হল -
advertisement
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন "এটা আশ্চর্যজনক. আমাদের উপমহাদেশ আমাদের অবচেতনের গভীরে আমাদের সঙ্গেই ঘুরে বেড়ায় , এবং আমাদের সঙ্গে যাদের দেখা হয় তাদেরকেও সংক্রামিত করার জন্য ছড়িয়ে পড়ে।”
অন্য একজন লিখেছেন , “খুব সুন্দর।”
লোকটির কথায় বিদেশী টান থাকা সত্বেও একটি হিন্দি গানকে কত সুন্দরভাবে তিনি গেয়েছেন সেই ব্যাপারে সবাই তার উচ্ছসিত প্রশংসা করেছেন। তার এই গানে আপ্লুত হয়ে একজন মন্তব্য করেছেন "অপরিচিতদের সহৃদয়তা । পৃথিবীকে গোলাকার করে তোলে । ”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্যারিসে স্ট্রিট পারফর্মারের কণ্ঠে লতা মঙ্গেশকরের গান কেড়ে নিল সোশ্যাল মিডিয়ার মন