Optical Illusion: এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন! দেখুন তো, সবার আগে কী চোখে পড়ছে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pictures with optical Illusion: সম্প্রতি এমন একটি ছবি নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনায় রয়েছে যা শুধুই আমাদের মন্ত্রমুগ্ধ করছে না, আমাদের ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু বলে দিচ্ছে। এমন ঘটনা সত্যিই খুব বিরল।
#কলকাতা: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে বহু ছবিই এখন ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে। অনেকেই এই ধরনের ছবি নিয়ে বেশ উৎসাহও দেখান। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনায় রয়েছে যা শুধুই আমাদের মন্ত্রমুগ্ধ করছে না, আমাদের ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু বলে দিচ্ছে। এমন ঘটনা সত্যিই খুব বিরল। কীভাবে ঘটতে পারে এমন ঘটনা? এ ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে, আমাদের শুধু বলতে হবে কোন প্রাণীটিকে আমরা এই অপটিক্যাল ইলিউশনে প্রথম দেখাতেই চিনতে পেরেছি (Pictures with optical illusion)।
মার্কিন প্রকাশক ইয়োর ট্যাঙ্গো (Your Tango) প্রথম এই ইলিউশনের ছবিটি প্রকাশ করেন। মোট ৯টি প্রাণীর ছবি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রথম দেখাতে আমাদের মস্তিস্কে বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রমের পর, প্রতিটি মানুষ প্রথমবারের মতো একটি প্রাণী দেখতে পায়। আর এখান থেকেই শুরু হয় ব্যক্তিত্বের পরীক্ষা।
advertisement
advertisement

পশু দেখতে যেমন হবে, ব্যক্তিত্বও তেমনই হবে-
আমরা যদি প্রথমে স্ট্যালিয়ন মানে ঘোড়া দেখতে পাই, তাহলে এর মানে আমরা একজন অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং আবেগপ্রবণ ব্যক্তি। কেউ যদি প্রথমে মোরগ দেখে থাকেন তবে এর অর্থ হল তাঁরা প্রয়োজনের সময় নিজের দক্ষতা দেখান। এছাড়াও তাঁরা আত্মবিশ্বাসী ব্যক্তি। আমাদের মধ্যে যাঁরা প্রথম দর্শনেই কাঁকড়া দেখি, তাঁরা আসলে বাইরে থেকে শক্তপোক্ত স্বভাবের হলেও ভিতরে কিন্তু খুব নরম এবং সংবেদনশীল। যাঁরা প্রেয়িং ম্যান্টিস দেখেন তাঁরা স্মার্ট এবং একই সঙ্গে ধৈর্যশীল।
advertisement
যাঁরা প্রথমে ছবিটিতে নেকড়ে দেখতে পান তাঁরা সহজাত ভাবেই নেতা। এঁরা ভয় পান না এবং নিজের পথ নিজেরাই তৈরি করেন। আমাদের মধ্যে যাঁরা ঈগল দেখতে পান, তারা নেতা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন। এঁরা ভ্রমণ পছন্দ করেন এবং খুব ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী ব্যক্তি হন। কেউ যদি কুকুর প্রথমে দেখেন তবে এর অর্থ তাঁরা খুব বিশ্বস্ত ব্যক্তি। এঁরা দয়ালু এবং প্রতিরক্ষামূলক স্বভাবের হন। আমরা যদি প্রজাপতি দেখতে পাই, এর অর্থ আমরা প্রাকৃতিক করুণা এবং সৌন্দর্যে বিশ্বাসী। যাঁরা পায়রা দেখেন তাঁরা স্বভাবগত ভাবে নিরীহ এবং ভদ্র। এই ছবি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই পড়ে গিয়েছে। অনেকেই এই অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব যাচাই করে নিচ্ছেন।
Location :
First Published :
March 24, 2022 3:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন! দেখুন তো, সবার আগে কী চোখে পড়ছে?