Myna: দুই শালিক নমস্কার! আর এক শালিক মানে দিনটাই মাটি! এই ধারণা এল কোথা থেকে?

Last Updated:

Myna: One for sorrow, Two for joy: এক শালিক অথবা দুই শালিক দেখার এই সংস্কার কি আদৌ ঠিক? সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক ৷

দুই শালিক নমস্কার! আর এক শালিক মানে দিনটাই মাটি!
দুই শালিক নমস্কার! আর এক শালিক মানে দিনটাই মাটি!
#কলকাতা: সকালে ঘুম থেকে উঠে এক শালিকের দর্শন হলেই গেল গেল রব ওঠে! আসলে এক শালিক দেখে ফেললেই মনে সব সময় এটাই ঘুরে বেড়াতে থাকে, না-জানি আজকের দিনটা কেমন যাবে (Myna)! খালি মনে হতে থাকে, না-জানি আজ কোন বিপদ ঘনিয়ে আসতে চলেছে! আবার দুই শালিক দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয়, আজকের দিনটা বেশ ভালোই কাটবে! কিন্তু এক শালিক অথবা দুই শালিক দেখার এই সংস্কার কি আদৌ ঠিক? সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক (Myna: One for sorrow, Two for joy)।
বাদামি রঙের মাঝারি আকৃতির পাখি হল শালিক। আর এরা ভারতীয় ময়না (Indian Myna) নামেও পরিচিত। গ্রামবাংলার প্রকৃতির বুকে হামেশাই শালিক পাখির দেখা মেলে। শহরেও প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই পাখি ৷ শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও শালিক খুবই পরিচিত একটি পাখি।
advertisement
advertisement
অথচ এই শালিক পাখি নিয়েই খুবই প্রচলিত একটি সংস্কার মানুষের মনে কাজ করে। এক শালিক দেখার বিষয়টিকে অলক্ষুণে হিসেবেই গণ্য করা হয়ে থাকে। এমনকী জ্যোতিষেও বহু ক্ষেত্রেই মনে করা হয় যে, এক শালিক দেখা অশুভ। আর জোড়া শালিক দেখা মানেই শুভ লক্ষণ।
advertisement
তবে বিজ্ঞান বলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ৷ আধুনিক সমাজ একে কুসংস্কার বলে আখ্যা দিয়েছে। আসলে এর কোনও ভিত্তিই নেই। অন্যান্য কুসংস্কারের মতোই এটাও বহু সময় ধরে চলে আসছে। ধরে নেওয়া যাক, সকালে উঠে কেউ এক শালিকের দর্শন পেলেন, আর সেদিনই সেই ব্যক্তির সঙ্গে খারাপ কোনও ঘটনা ঘটল। এবার সেখান থেকেই তিনি দুইয়ে দুইয়ে চার করে নিয়ে ভাবলেন, এটা এক শালিক দেখার কারণেই হয়েছে। আর এভাবেই কুসংস্কার মনের গভীরে গেঁথে যাচ্ছে এবং সেটাই বহুল প্রচলিত রূপে সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। অথচ বিজ্ঞান বা প্রযুক্তি এগিয়ে গেলেও মানুষের মনে এই কুসংস্কারের বদ্ধমূল ধারণা রয়েই গিয়েছে। আর শুধু গ্রামীণ অঞ্চলেই নয়, শহরাঞ্চলের মানুষের মধ্যেও এই কুসংস্কার দেখা যায়।
advertisement
কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে এসেছে এই কুসংস্কার? যদিও শালিক পাখির সঙ্গে শুভ-অশুভের আদৌ কোনও যোগসূত্র রয়েছে কি না অথবা এই প্রচলিত কুসংস্কারই বা কোথা থেকে এসেছে, সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য আমাদের হাতে আসেনি। তবে বহু প্রাচীন পুঁথিতে উল্লেখ রয়েছে যে, কিছু প্রাণী অথবা পাখির সঙ্গে মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার সম্পর্ক রয়েছে। আসলে ভবিষ্যতে মানুষের জীবনে কী ঘটতে চলেছে, তা কখনওই জানা যায় না। তাই অজানা আশঙ্কায় মন সব সময় বিচলিত থাকতেই পারে। আর সেখান থেকেই জন্ম নেয় এই সব কুসংস্কার!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Myna: দুই শালিক নমস্কার! আর এক শালিক মানে দিনটাই মাটি! এই ধারণা এল কোথা থেকে?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement