Optical Illusion: একটা অপটিক্যাল ইলিউশনের সামনে পড়লে কে রহস্য ভেদ করতে পারে- কুকুর না বিড়াল? ভিডিও দেখে থ হয়ে যাবেন!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Optical Illusion IQ Test: চমকে দেওয়ার মতো ব্যাপার, তাই না? সাধে কী আর ২৩ জুন, ২০২৩ তারিখে পোস্ট হওয়ার পর থেকে ভিডিও ৬৪০০ ভিউ আর ১৫০ লাইক কুড়িয়েছে!
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত যে অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা বেশ অন্য জাতের। এখানে আমাদের সেভাবে কোনও রহস্য ভেদ করতে বলা হয়নি। যদিও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা এক সাবেকি রহস্যের অবসান করেছে। জানা গিয়েছে, অবশেষে কুকুর আর বিড়ালের মধ্যে কার বুদ্ধি বেশি।
advertisement
Dogs vs Cat on optical illusion pic.twitter.com/vSL9bilKhQ
— Damnthatsinteresting (@DAMNINTERESTlNG) June 23, 2023
ট্যুইটারে শেয়ার হওয়া এই ভিডিওয়ে দেখা গিয়েছে এক ঘরের মেঝেতে এক সাদা-কালো চেক পাপোশ পাতা, দেখতে এমনই যে মনে হবে মেঝেতে গর্ত করা হয়েছে। এবার প্রথমে তিনটে কুকুরকে ঢুকতে দেখা গিয়েছে ঘরে। প্রথম দু’জন এক এক লাফে গর্ত ভেবে পেরিয়ে গিয়েছে পাপোশটা। তৃতীয়জন এসে থমকে গিয়েছে গর্ত মনে হওয়া পাপোশের ধারে, লাফ অবশ্য দেয়নি। চমকে দিয়েছে আমাদের একটা বিড়াল। সে এসে আগে পাপোশ না গর্ত, তা ভাল করে মেপে-বুঝে নিয়েছে। অবশেষে জাঁকিয়ে পাপোশে বসে বিশ্রাম করতে করতে লেজ নেড়েছে।
advertisement
চমকে দেওয়ার মতো ব্যাপার, তাই না? সাধে কী আর ২৩ জুন, ২০২৩ তারিখে পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি প্রচুর ভিউ আর লাইক কুড়িয়েছে!
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 4:30 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: একটা অপটিক্যাল ইলিউশনের সামনে পড়লে কে রহস্য ভেদ করতে পারে- কুকুর না বিড়াল? ভিডিও দেখে থ হয়ে যাবেন!