Viral Video: বিয়ের আসর থেকে অতিথিদের দিকে মিষ্টি আর জল ছুড়ে দিলেন কনে ! হবু বউয়ের আচরণে ক্ষিপ্ত বরও, ভাইরাল হল ভিডিও

Last Updated:

Bride Throwing Sweets: জনপ্রিয় ট্যুইটার পেজ ‘হাসনা জরুরি হ্যায়’ থেকে এই ভাইরাল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে। ভিডিও-র মূল আকর্ষণ হচ্ছে বর আর কনে। তবে শুধুই তাঁরা নন, তাঁদের মুখের অভিব্যক্তিও ছিল লক্ষ্য করার মতো!

বিয়ের আসর থেকে অতিথিদের দিকে মিষ্টি আর জল ছুড়ে দিলেন কনে ! হবু বউয়ের আচরণে ক্ষিপ্ত বরও (Photo: Twitter)
বিয়ের আসর থেকে অতিথিদের দিকে মিষ্টি আর জল ছুড়ে দিলেন কনে ! হবু বউয়ের আচরণে ক্ষিপ্ত বরও (Photo: Twitter)
বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন লাল লেহেঙ্গায় সুসজ্জিত কনে। পাশে স্যুট-বুট পরিহিত বরও। কিন্তু মিষ্টি খাওয়াতে যেতেই আচমকা বরের হাত থেকে মিষ্টি নিয়ে সটান অতিথিদের দিকে ছুড়ে দিলেন কনে। তাঁর চোখেমুখে রাগ-ক্ষোভের ছাপ স্পষ্ট! কম যান না বরও। কনে যে-ই না জল খাওয়ানোর জন্য বরের মুখের কাছে গ্লাসটা ধরেছেন, অমনি বরও গ্লাসটা সরিয়ে দেন! এর পরে আরও ক্ষেপে ওঠেন কনে। খালি গ্লাসটা ফের অতিথিদের লক্ষ্য করে ছুড়ে দেন। এই দৃশ্যই রেকর্ড হয়েছে অতিথিদের ফোন এবং ক্যামেরায়। আর তা নিমেষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। তবে ভিডিওটি বেশ কয়েক মাস আগের বলেও দাবি করা হয়েছে ৷
জনপ্রিয় ট্যুইটার পেজ ‘হাসনা জরুরি হ্যায়’ থেকে এই ভাইরাল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে। ভিডিও-র মূল আকর্ষণ হচ্ছে বর আর কনে। তবে শুধুই তাঁরা নন, তাঁদের মুখের অভিব্যক্তিও ছিল লক্ষ্য করার মতো! আচমকা এই অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন নিমন্ত্রিত অতিথিরাও। কিন্তু বিয়ের আসরে বর আর কনের এহেন রাগের কারণ কী, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আসলে ঠিক কী হয়েছিল?
advertisement
advertisement
পুরাতন রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় মালাবদলের ঠিক আগে সম্পর্কের মিষ্টত্ব বজায় রাখার জন্য বর কনেকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন। কিন্তু সকলকে চমকে দিয়ে কনে তা খেতে অস্বীকার করেন। শুধু তা-ই নয়, বরের হাত থেকে মিষ্টিটা নিয়ে সামনের দিকে ছুড়ে দেন। হবু বউয়ের এই আচরণে প্রথমে থমকালেও হাত ঝেড়ে নিজেকে সামলে নিয়েছিলেন ওই যুবক। বিষয়টা এত দূরে এসে শেষ হতে পারত। কিন্তু তা হয়নি। এর পর কনেও তাঁর হবু বরের দিকে জলের গ্লাস বাড়িয়ে দেন। কিন্তু তিনিও হবু স্ত্রীর আচরণে অসন্তুষ্ট হয়ে জল পান করতে অস্বীকার করেন। এতে আরও ক্ষিপ্ত হন কনে। খালি গ্লাসটিও সামনের দিকে আছড়ে ফেলেন তিনি। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। অনেকেই বলাবলি করছেন যে, “বিয়ের দিনেই যদি এই অবস্থা হয়, তাহলে পরে কী হবে!”
advertisement
advertisement
এই ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই দেখা যায় লক্ষ লক্ষ ভিউ রয়েছে। এছাড়া লাইক, রিট্যুইট এবং কমেন্টও পড়েছে উপচে। এক নেটিজেন আবার বলেছেন, “দেখে মনে হচ্ছে মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করে একেবারেই সুখী না! মনে হয়, সে অন্য কারওর প্রেমে পাগল!” আর এক জন নেটাগরিক আবার মজা করে বলেছেন যে, “অতিথিদের পিছনে দাঁড়িয়ে থাকা প্রেমিককে বোধহয় রসগোল্লা আর জল খাওয়াচ্ছিলেন কনে!”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের আসর থেকে অতিথিদের দিকে মিষ্টি আর জল ছুড়ে দিলেন কনে ! হবু বউয়ের আচরণে ক্ষিপ্ত বরও, ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement