Optical Illusion: কী দেখছেন ছবিতে- কুমির না ঈগল? সবার আগে যা দেখবেন, সেটাই বলে দেবে আপনার স্বভাবের এক লুকানো দিক!

Last Updated:

যাই চোখে পড়ুক, সেটাই বলে দেবে আমাদের স্বভাবের এক লুকানো দিক সম্পর্কে!

কী দেখছেন ছবিতে- কুমির না ঈগল? সবার আগে যা দেখবেন, সেটাই বলে দেবে আপনার স্বভাবের এক লুকানো দিক!
কী দেখছেন ছবিতে- কুমির না ঈগল? সবার আগে যা দেখবেন, সেটাই বলে দেবে আপনার স্বভাবের এক লুকানো দিক!
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক জোড়া কুমিরের সিল্যুয়েট। তারা হাঁ করে আছে, বেশ দেখা যাচ্ছে তাদের বড় ধারালো দাঁত। আর এখান থেকেই তৈরি হচ্ছে রহস্য। ছবিতে কি শুধু জোড়া কুমিরই আছে? না কি কুমিরগুলোর হাঁয়ের মাঝে ভাল করে তাকালে চোখে পড়বে একটা ঈগলও? যাই চোখে পড়ুক, সেটাই বলে দেবে আমাদের স্বভাবের এক লুকানো দিক সম্পর্কে!
advertisement
advertisement
বলা হচ্ছে, যাঁরা আগে কুমির দেখবেন, তাঁদের স্বভাব না কি আক্রমণাত্মক ধরনের, তাঁরা সব সময়েই যে কোনও মূল্যে একটা পোক্ত সম্পর্কের জন্য অপেক্ষা করে থাকেন। অন্য দিকে, যাঁরা দেখবেন ঈগল, তাঁরা সচরাচর বেশ গর্বিত স্বভাবের মানুষ, চারপাশে থাকা সবাইকেই এঁরা দমিয়ে রাখতে পছন্দ করেন।
advertisement
তবে হ্যাঁ, মাথায় রাখা দরকার, এই ধরনের পার্সোনালিটি টেস্ট আদতে খেলা বই কিছু নয়। অবশ্য কোনও নেতিবাচক দিক যদি মিলেও যায়, তাহলে তা শুধরে নেওয়াই উচিত হবে না কি?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: কী দেখছেন ছবিতে- কুমির না ঈগল? সবার আগে যা দেখবেন, সেটাই বলে দেবে আপনার স্বভাবের এক লুকানো দিক!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement