Optical Illusion: কাফে-তে হারিয়েছে ছাতা, ৫ সেকেন্ডে খুঁজে দিতে পারলে বোঝা যাবে বুদ্ধির ধার কতখানি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Optical Illusion IQ test: এখানে এমনই একটি ছবি দেওয়া হয়েছে। যেখানে একটি রেস্তোরাঁর ভিতরে খুঁজে বের করতে হবে একটি হারিয়ে যাওয়া ছাতা।
কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবি মাত্রেই বুদ্ধির ছুরিতে ধার দেওয়ার কৌশল। আসলে মস্তিষ্ক অনেক সময়ই এমন অনেক জিনিস দেখেও দেখে না যা আমাদের চোখের সামনেই রয়েছে। এখানে এমনই একটি ছবি দেওয়া হয়েছে। যেখানে একটি রেস্তোরাঁর ভিতরে খুঁজে বের করতে হবে একটি হারিয়ে যাওয়া ছাতা।
বেশির ভাগ মানুষই ভিড়ের মধ্যে অন্যের পোশাক আশাক এবং চারপাশে ঘটতে থাকা নানা ঘটনার মনোনিবেশ করে থাকে। চারপাশের গতিশীল বস্তুগুলির কারণে স্থির বস্তুর দিকে নজর দেওয়া হয়তো কঠিন হয়ে যায়। সে কারণেই আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত নানা জিনিস হারিয়ে ফেলি, ভুলে ফেলে আসি কোনও না কোনও জায়গায়। আসলে বেশিরভাগ সময়ই দেখা যায়, অতি সতর্ক হয়ে আমরা ওই সব ব্যক্তিগত জিনিস কোনও নিরাপদ কোণে রেখে দিই। কিন্তু ফেরার সময় আমরা অনেক সময়ই সেটি ভুলে যাই।
advertisement
advertisement
এই ছবিতেও তেমনই একটি গোলমাল হয়ে গিয়েছে। কাফে-তে এসে কেউ একটি ছাতা ফেলে গিয়েছেন। ছাতার মালিক পরে সেটি খুঁজে চলেছেন। কিন্তু পাচ্ছেন না।
সেই ছাতা খুঁজে বের করাই আজকের চ্যালেঞ্জ। মাত্র ৫ সেকেন্ডে কাফে-র ভিতর থেকে খুঁজে বের করতে হবে ছাতাটি। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন মানুষই এই কাজটি করতে পারে।
advertisement
তবে যতটা কঠিন বলে মনে হচ্ছে, আদতে ততটা কঠিন কাজ নাও হতে পারে।

চারপাশে খুব ভাল করে তাকিয়ে দেখলেই হয়তো ছাতাটি খুঁজে পাওয়া যেতে পারে। ছাতা কোথায় রাখা যেতে পারে? সাধারণত বড় ছাতার মাথাটি সূচাগ্র হয়ে থাকে। ফলে কোনও কিছুর সঙ্গে তাকে হেলান দিয়ে রাখাই স্বাভাবিক।
advertisement
এক্ষেত্রেও হয়তো মালিক সে ভাবেই ছাতাটি রেখেছিলেন কাফেতে এসে। এই ধরনের ধাঁধা সমাধান করতে গেলে খানিকটা বুদ্ধি তো খাটাতেই হবে। ভেবে দেখতে হবে ছাতা কোথায় কী ভাবে রাখা যেতে পারে। সাধারণত ছাতার বাঁট কোনও কিছুর সঙ্গে ঝুলিয়ে রাখাই রীতি, অথবা কোনও দেওয়ালে হেলান দিয়ে রাখা যেতে পারে।
advertisement
ভাল ভাবে তাকিয়ে দেখলেই বোঝা যাবে কাফে-র ক্যাশ ডেস্কের কাছে এক ধরনের রেলিং দেওয়া রয়েছে। রেলিংগুলিও দেখতে যেন অনেকটা বন্ধ করা ছাতার মতো। তবে কি ওই রেলিংয়ের সঙ্গেই গুলিয়ে গিয়েছে ছাতা?
আর একটু ভাল করে দেখলেই বোঝা যাবে, সব ক’টি রেলিং এক রকম দেখতে হলেও রেলিংয়ের পাশে থাকা ছাতাটি আলাদা। একজন ক্রেতার আড়ালে খানিকটা চাপা পড়ে গিয়েছে, তবে দেখা যাচ্ছে বেশ!
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 3:17 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: কাফে-তে হারিয়েছে ছাতা, ৫ সেকেন্ডে খুঁজে দিতে পারলে বোঝা যাবে বুদ্ধির ধার কতখানি