Viral Video: একটি অটোতে সর্বোচ্চ কত জন যাত্রী উঠতে পারেন? গুনতে গিয়ে মাথায় হাত পুলিশকর্মীদের! নিমেষেই ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গুনে দেখা যায়, নয় নয় করে ১৯ জন যাত্রী! অর্থাৎ অতিরিক্ত যাত্রী নিয়েই গন্তব্যের দিকে যাচ্ছিল অটোটি। এই ঘটনার ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
ভোপাল: তীব্র গতিতে ছুটে চলেছে একটি যাত্রীবাহী অটো। তবে বাইরে থেকে দেখলে ঠাহর করা যায় না যে, ঠিক কত জন যাত্রী রয়েছে তাতে! কিন্তু অটো থামিয়ে যাত্রী গুনতেই মাথায় হাত পুলিশকর্মীদের! গুনে দেখা যায়, নয় নয় করে ১৯ জন যাত্রী! অর্থাৎ অতিরিক্ত যাত্রী নিয়েই গন্তব্যের দিকে যাচ্ছিল অটোটি। এই ঘটনার ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
ঘটনাটি মধ্যপ্রদেশের। ওই রাজ্যের সিধি জেলার দায়িত্বে থাকা পুলিশ অফিসার ভগবত প্রসাদ পাণ্ডে নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অধিক সওয়ারি... দুর্ঘটনার জন্য তৈরি’!
advertisement
ঠিক কী দেখা যাচ্ছে ওই ভিডিওটিতে? দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে একটি অটো। আর আপাতদৃষ্টিতে দেখেই বোঝা যাচ্ছে যে, অটোটি প্রচুর যাত্রীতে ঠাসা। অটোর পিছন দিকেও রীতিমতো ঝুলে ঝুলে চলেছেন সওয়ারিরা। আর সেই সময়ই একটি পুলিশের গাড়িও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ফলে এই অটোটি দৃষ্টি আকর্ষণ করে ওই পুলিশকর্মীদের। তাঁরা গাড়ি থেকে নেমে অটোচালককে অটোটি থামানোর নির্দেশ দেন।
advertisement
अधिक सवारी.. दुर्घटना की तैयारी..! pic.twitter.com/Z4vm3CYlUY
— Bhagwat Prasad Pandey (@bhagwat__pandey) January 9, 2023
সেই সঙ্গে গোটা ঘটনাটি রেকর্ড করতে থাকেন তাঁরা। এর পর অটো থামিয়ে অটো থেকে যাত্রীদের এক-এক করে নামার নির্দেশ দেওয়া হয়। আর যাত্রীদের সংখ্যা গুনতে গিয়ে রীতিমতো তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরা! গুনে দেখা যায় যে, এক-এক করে প্রায় ১৯ জন যাত্রী নিয়ে দৌড়চ্ছিল ওই অটোটি। ওই ভিডিও-তে এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘এই দেখুন মৃত্যুর বার্তা নিয়ে চলেছে এরা... তা-ও এত দ্রুত গতিতে…’!
advertisement
এখানেই শেষ নয়, এর পর পুলিশকর্মীরা ওখানেই রীতিমতো জেরা শুরু করে দেন। তাঁরা জিজ্ঞেস করতে থাকেন, ‘ড্রাইভার কে... কত জন লোক আছে অটোতে... অটোতে ওঠার সময় গোনা হয়েছিল কি?’ এর পর অটোচালক জানান যে, রওনা হওয়ার সময় গাড়িতে কত জন যাত্রী উঠেছিলেন, সেটা গুনতে পারেননি তিনি। এর পরেই গাড়ি সাইড করতে বলেন পুলিশকর্মীরা। গাড়ির চালককে নির্দেশ দেওয়া হয় গাড়ির মালিককে ফোন করে এটা বলতে যে, গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে পুলিশ ইনস্পেক্টর ভগবত প্রসাদ পাণ্ডে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। হামেশাই তাঁর নানা ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর পোস্ট করা অটোর এই ভিডিওটির ভিউ প্রায় দেড় লক্ষ। ৬ হাজারেরও বেশি মানুষ এটি পছন্দ করেছে। এটি রিট্যুইট করা হয়েছে ৮০০ বার। আর কমেন্ট বক্সও উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্যে!
view commentsLocation :
Bhopal,Bhopal,Madhya Pradesh
First Published :
January 11, 2023 2:45 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: একটি অটোতে সর্বোচ্চ কত জন যাত্রী উঠতে পারেন? গুনতে গিয়ে মাথায় হাত পুলিশকর্মীদের! নিমেষেই ভাইরাল ভিডিও

