ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নেবেন মিঠুন

Last Updated:

Mithun Chakraborty in Tripura: পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷

আগরতলা: আজ, বুধবার ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে বিজেপির তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর একাধিক কর্মসূচি রয়েছে। মুম্বই থেকে কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মহাগুরু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়। সেখানে জনবিশ্বাস যাত্রার পাশাপাশি মিঠুন চক্রবর্তী অংশ নেবেন বিভিন্ন সভাতেও বলে বিজেপি সূত্রের খবর।
পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷ রথ যাত্রার আকারের এই প্রচার যাত্রায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতৃত্ব। নির্বাচন ঘোষণা হয়ে গেলে ধাপে ধাপে বাংলার একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় প্রচার সারবেন বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
২০২৩ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলার পদ্ম নেতারা ত্রিপুরায় প্রচারে যাওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। পাশাপাশি একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন।
৪০ কেন্দ্রের ৬০ আসনের নির্বাচন পরিচালনা করবেন তাঁরা। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে গত নভেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শেষ বাংলায় দেখা গিয়েছিল একাধিক রাজনৈতিক প্রচারে। এবারে পড়শি রাজ্যে একদিনের আগরতলা সফরে আজ মিঠুন চক্রবর্তী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নেবেন মিঠুন
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement