ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রার পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নেবেন মিঠুন
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Mithun Chakraborty in Tripura: পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷
আগরতলা: আজ, বুধবার ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে বিজেপির তারকা নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর একাধিক কর্মসূচি রয়েছে। মুম্বই থেকে কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মহাগুরু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ত্রিপুরায়। সেখানে জনবিশ্বাস যাত্রার পাশাপাশি মিঠুন চক্রবর্তী অংশ নেবেন বিভিন্ন সভাতেও বলে বিজেপি সূত্রের খবর।
পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্ব ভারতের এই ছোট রাজ্যের নির্বাচনে শাসক দলের হয়ে প্রচারে থাকবেন একাধিক বঙ্গ বিজেপির নেতা। ইতিমধ্যেই ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে জন বিশ্বাস যাত্রা ৷ রথ যাত্রার আকারের এই প্রচার যাত্রায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতৃত্ব। নির্বাচন ঘোষণা হয়ে গেলে ধাপে ধাপে বাংলার একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় প্রচার সারবেন বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
২০২৩ সালের ফেব্রুয়ারিতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলার পদ্ম নেতারা ত্রিপুরায় প্রচারে যাওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। পাশাপাশি একাধিক বিজেপি নেতা ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন।
৪০ কেন্দ্রের ৬০ আসনের নির্বাচন পরিচালনা করবেন তাঁরা। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে গত নভেম্বর মাসে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শেষ বাংলায় দেখা গিয়েছিল একাধিক রাজনৈতিক প্রচারে। এবারে পড়শি রাজ্যে একদিনের আগরতলা সফরে আজ মিঠুন চক্রবর্তী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 2:02 PM IST

