Optical Illusion: টেবলের উপর আঙুরের সঙ্গে মিশে রয়েছে মার্বেল, ১১ সেকেন্ডে খুঁজতে পারেন শুধু ক্ষুরধার বুদ্ধিমানেরাই

Last Updated:

Optical Illusion IQ Test: মাত্র ১১ সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারলে বুঝতেই হবে বুদ্ধির জোর আছে। প্রাথমিক ভাবে কাজটা খুব কঠিন বলে মনে হলেও অসম্ভব নয়। খুব ভাল ভাবে লক্ষ্য করলেই দেখা যাবে মার্বেলটিকে।

টেবলের উপর অঙুরের সঙ্গে মিশে রয়েছে মার্বেল, ১১ সেকেন্ডে খুঁজতে পারেন শুধু  ক্ষুরধার বুদ্ধিমানেরাই
টেবলের উপর অঙুরের সঙ্গে মিশে রয়েছে মার্বেল, ১১ সেকেন্ডে খুঁজতে পারেন শুধু ক্ষুরধার বুদ্ধিমানেরাই
কলকাতা: ইন্টারনেট দুনিয়ায় অপটিক্যাল ইলিউশন একটি জনপ্রিয় বিষয়। সব বয়সের মানুষের মধ্যে এই বিষয়ে আকর্ষণ রয়েছে।
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন এমন এক বিষয় যা দেখার আঙ্গিক বদলে দিতে পারে। যা দেখা যাচ্ছে তা আসলে নেই, অথবা, যা রয়েছে তা দেখাই যাচ্ছে না—এমন বিভ্রম তৈরি করতে পারে এ ধরনের ছবি বা দৃশ্য।গবেষণা বলছে এই অপটিক্যাল ইলিউশন শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয়— তিন রকমের বিভ্রম তৈরি করতে পারে। অপটিক্যাল ইলিউশন ছবিগুলিও মনোবিশ্লেষণের ক্ষেত্রের বড় ভূমিকা তৈরি করতে পারে। এ থেকে বোঝা যেতে পারে কোনও ব্যক্তি কী ভাবে ওই ছবিগুলি উপলব্ধি করছেন।
advertisement
advertisement
এই ছবিটিও তেমনই একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি। এই ছবিতে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ১১ সেকেন্ডের মধ্যে কাচের মার্বেল খুঁজে বের করার।ভাইরাল হওয়া ছবিটিতে একটি টেবলের দৃশ্য দেখা যাচ্ছে। যেখানে দু’টি পেয়ালা রয়েছে, একটিতে ভরা রয়েছে সাদা এবং অন্যটিতে লাল ওয়াইন। তার পিছনে রাখা রয়েছে একটি ছোট্ট ব্যারল। আর রেকাবিকে রাখা রয়েছে কালো ও সবুজ আঙুর।
advertisement
কিন্তু সবই আঙুর নয়। দু’রকমের আঙুরের মধ্যে মধ্যে লুকিয়ে রয়েছে একটি কাচের মার্বেল। ১১ সেকেন্ডের মধ্যে সেই মার্বেলটি খুঁজে বের করাই চ্যালেঞ্জ।
advertisement
ক্ষুরধার বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরাই শুধু পারেন এই সমস্যার সমাধান করতে। নানা বয়সের মানুষ এই ধরনের দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবির ধাঁধা সমাধান করতে পছন্দ করেন। এ ধরনের ধাঁধা সমাধান করার মাধ্যমে মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধি করতে পারে।
মাত্র ১১ সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারলে বুঝতেই হবে বুদ্ধির জোর আছে। প্রাথমিক ভাবে কাজটা খুব কঠিন বলে মনে হলেও অসম্ভব নয়। খুব ভাল ভাবে লক্ষ্য করলেই দেখা যাবে মার্বেলটিকে। রেকাবির উপর ঠিক যেখানে সবুজ অঙুরগুলি কালো আঙুরগুলিকে স্পর্শ করছে সেখানেই লুকিয়ে রয়েছে কাচের মার্বেলটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: টেবলের উপর আঙুরের সঙ্গে মিশে রয়েছে মার্বেল, ১১ সেকেন্ডে খুঁজতে পারেন শুধু ক্ষুরধার বুদ্ধিমানেরাই
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement