Optical Illusion: ৭ সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, পারবেন বাথরুমে থাকা মোরগটাকে খুঁজে বের করতে?

Last Updated:

প্রশ্ন তুলতেই পারেন অনেকে- বাথরুমে মোরগ থাকবেই বা কেন! সেই কূটকচালিতে গিয়ে আপাতত লাভ নেই। মোরগ গা-ঢাকা দিয়েছে বাথরুমে, খুঁজে বের করতে হবে তাকে আর তার জন্য ৭ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না।

৭ সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, পারবেন বাথরুমে থাকা মোরগটাকে খুঁজে বের করতে?
৭ সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, পারবেন বাথরুমে থাকা মোরগটাকে খুঁজে বের করতে?
কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রমের খেলা হালে সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে দারুন ভাবে। না হওয়ার কোনও কারণও নেই, একেবারে সরাসরি আমাদের মন আর মস্তিষ্ক দুই ইন্দ্রিয়কেই যে উদ্দীপিত করে এই ধরনের ধাঁধাগুলো। তৈরিও হয়েছিল এই কারণে, মনোবিদদের কাজে সাহায্যের জন্য, মানুষের চরিত্র বোঝার জন্য, সে কোন বিষয়কে কীভাবে দেখছে, মূলত সেটা বের করে আনাই ছিল অপটিক্যাল ইলিউশনের প্রাথমিক উদ্দেশ্য।
এই প্রাথমিক ব্যাপারটাই আদতে অপটিক্যাল ইলিউশনের প্রাণ। মানে, সবার প্রথমে কী চোখে পড়ছে। আপাতত যে ছবিটার কথা হচ্ছে, সেটার বিষয়েই না হয় এবার সরাসরি ঢুকে পড়া যাক! আমরা দেখতে পাচ্ছি সুন্দর এক সাজানো-গোছানো, ঝকঝকে-তকতকে বাথরুমের ছবি। যেমনটা বিদেশের বাথরুম হয়ে থাকে, সেই রীতি মেনে কাবার্ডের ওপরে দেখা যাচ্ছে এক বেসিন, তার পিছনে আয়না, বেসিনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্নানের, দাঁত মাজার, চুল শুকানোর নানা সরঞ্জাম, একটা টয়লেট পেপার রোলও দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ঢাকনা নামানো কমোড, দেওয়ালে হুকে ঝোলানো তোয়ালে, শাওয়ার কার্টেন। কিন্তু এই সবের মধ্যে রয়েছে একটা মোরগও?
advertisement
advertisement
প্রশ্ন তুলতেই পারেন অনেকে- বাথরুমে মোরগ থাকবেই বা কেন! সেই কূটকচালিতে গিয়ে আপাতত লাভ নেই। মোরগ গা-ঢাকা দিয়েছে বাথরুমে, খুঁজে বের করতে হবে তাকে আর তার জন্য ৭ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। ওর চেয়ে বেশি সময় নিলে প্রশ্নের মুখে এসে দাঁড়াবে আমাদের বুদ্ধিমত্তা আর পর্যবেক্ষণ ক্ষমতা। মাত্র ৫ শতাংশ, যাঁরা অসাধারণ বুদ্ধিমান আর তুখোড় চোখ যাঁদের, তাঁরাই না কি ৭ সেকেন্ড বা তারও কম সময়ে বাথরুম থেকে মোরগটাকে খুঁজে বের করতে পেরেছেন।
advertisement
আমাদের ধারণা, পাঠক-পাঠিকাদের অনেকেই এতক্ষণে বুঝে গিয়েছেন মোরগটা কোথায় আছে। যাঁরা পাননি, তাঁদের সবার প্রথমে বলা ভাল যে এর জন্য অপ্রস্তুত হওয়ার কিছু নেই। যাঁরা ৭ সেকেন্ডে খুঁজে পেয়েছেন মোরগ, তাঁরা দারুণ বুদ্ধিমান, কিন্তু আমরা যারা পাচ্ছি না, তারা যে বোকা এমনটা আদপেই নয়।
advertisement
তাহলে মোরগ কোথায় আছে?
আয়নাটা নজর করতে হবে, ওখানেই এক কোণে জাকুজির আড়ালে প্রায় মিশে রয়েছে মোরগটা; এবার খুঁজে পাওয়া গেল তো?
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ৭ সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না, পারবেন বাথরুমে থাকা মোরগটাকে খুঁজে বের করতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement