Optical Illusion: রঙিন এক পারিবারিক ছবি! মাথা খাটিয়ে বনভোজনের তারিখ বের করতে পারেন মাত্র ১ শতাংশ মানুষ, রইল চ্যালেঞ্জ

Last Updated:

Optical Illusion IQ Test: আসলে এই কথা বলা হয় যে, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই এ ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন। এই ধরনের ছবি বহু বছর ধরেই মানুষের কাছে মজার বিষয়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এমন সব ছবি।

রঙিন এক পারিবারিক ছবি! মাথা খাটিয়ে বনভোজনের তারিখ বের করতে পারেন মাত্র ১ শতাংশ মানুষ, রইল চ্যালেঞ্জ
রঙিন এক পারিবারিক ছবি! মাথা খাটিয়ে বনভোজনের তারিখ বের করতে পারেন মাত্র ১ শতাংশ মানুষ, রইল চ্যালেঞ্জ
কলকাতা: অপটিক্যাল ইলিউশন মানেই মজার ধাঁধা। ছবির ভিতরে লুকোনো রহস্য খুঁজে বের করা এক দিকে যেমন বুদ্ধির গোড়ায় সার দেওয়ার কাজ করে, তেমনই অন্যদিকে তা বেশ খানিকটা মনোরঞ্জনও করে। সে কারণে শিশু থেকে কিশোর বা বয়স্ক মানুষও এই অপটিক্যাল ইলিউশনের সমাধান করতে চান সব কাজ ফেলে। এ অনেকটা নেশার মতো, স্বাস্থ্যকর নেশা।
আসলে এই কথা বলা হয় যে, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই এ ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করতে পারেন। এই ধরনের ছবি বহু বছর ধরেই মানুষের কাছে মজার বিষয়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এমন সব ছবি।
তেমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি পারিবারিক পিকনিকের দৃশ্য। সম্ভবত বাবা মায়ের সঙ্গে সমুদ্রের তীরে বনভোজনে এসেছে দু’টি ছোট ছেলেমেয়ে। নৈসর্গিক পরিবেশে তাদের আনন্দময় ছবি দেখে এমনিতেই মন ভাল হয়ে যাওয়ার কথা। আশপাশে ছড়ানো রয়েছে নানা ধরনের সুস্বাদু খাবার আর শিশুদের খেলনা। সঙ্গে রয়েছে পরিবারের প্রিয় পোষ্য। খাবার তৈরিতে ব্যস্ত বাবা, মা। আর দূরে জলে ভাসছে একটি নৌকা।
advertisement
advertisement
এমন ছবি স্মৃতির মণিকোঠায় তুলে রাখাই স্বাভাবিক। কিন্তু ঠিক কবে হয়েছিল এই বনভোজন! শিশু দু’টি বড় হয়ে যাওয়ার পরও কি মনে রাখতে পারবে সেই দিন তারিখের কথা!
Only 1% can spot Hidden Date inside Family Picnic Picture in 7 secs! Only 1% can spot Hidden Date inside Family Picnic Picture in 7 secs!
advertisement
সেই দিনের স্মৃতি সারাজীবন মনে রাখার জন্য কায়দা করে ছবির মধ্যেই উল্লেখ করে রাখা হয়েছে বনভোজনের তারিখ। কিন্তু তাকে খুঁজে বের করা মুশকিল। আর এই তারিখ খুঁজে বের করাই হল এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ।
মাত্র ১ শতাংশ মানুষ ৭ সেকেন্ডের মধ্যে এই পারিবারিক পিকনিকের ছবি থেকে লুকানো তারিখটি খুঁজে বের করতে পারে।
advertisement
আপাত ভাবে কাজটি খুব কঠিন বলে মনে হলেও তেমন কঠিন নয়। একটা ভাল করে লক্ষ্য করলেই দিনটি খুঁজে পাওয়া সম্ভব। আসলে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবিগুলি মস্তিষ্কের উপর একটা প্রভাব বিস্তার করে। যার ফলে চোখের সামনে থাকা অনেক কিছুই ঠিক ভাবে উপলব্ধি করা যায় না।
advertisement
যেমন এই ছবিটি একটু ভাল ভাবে লক্ষ করলেই দেখা যাবে, পোষ্য কুকুরটির পিঠের উপর, আর রন্ধনরত বাবার বাঁ হাতের পাশে ঘাসের জমিতে ইংরিজিতে স্পষ্ট লেখা রয়েছে ‘4’ সংখ্যাটি। অন্য দিকে, সমুদ্রের তীরে দু’টি গাছের ফাঁকে তাকালেই দেখা যাবে আড়াআড়ি ভাবে লেখা রয়েছে ‘JULY’ মাসের নাম।
ফলে বোঝাই যাচ্ছে, এখানেই লুকিয়ে রাখা হয়েছিল বনভোজনের তারিখ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: রঙিন এক পারিবারিক ছবি! মাথা খাটিয়ে বনভোজনের তারিখ বের করতে পারেন মাত্র ১ শতাংশ মানুষ, রইল চ্যালেঞ্জ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement