বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে ট্রেনে ওঠেন হতে পারে বিরাট অঙ্কের জরিমানা! ফল পাবেন, এই 'একটা' ক্ষেত্রেই বড় বিপদ

Last Updated:

এই অভিযানের সময় ধরা পড়েন এমন অনেক যাত্রী যারা রান্না করা এনে বিপদে পড়েছেন। কারণ খাওয়ার পরে তাঁরা ট্রেন বা স্টেশনে উচ্ছিষ্ট খাবার ফেলে দেন। রেলকর্মীরা যখন তাঁদের ধরে ফেলেন, তখন তাঁরা বিভিন্ন অজুহাত দেখান।

News18
News18
ট্রেনে ভ্রমণের সময় অনেকেই ঘরে রান্না করা খাবার বহন করে। খিদে পেলে তখনই খায়। সে ক্ষেত্রে তারা আইআরসিটিসির কাছ থেকে খাবার কেনে না। তবে কিছু ক্ষেত্রে আপনাদের জরিমানার সম্মুখীন হতে পারে।
ভারতীয় রেলওয়ে ট্রেনগুলিকে প্রতি মুহূর্তে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ট্রেন এবং স্টেশনগুলিতে আবর্জনা ফেলা এবং ধূমপানের বিরুদ্ধেও বিশেষ অভিযান শুরু করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে উত্তর-মধ্য রেলওয়ের ঝাঁসি বিভাগ ময়লা ফেলা এবং ধূমপানের জন্য ৫,১১৩ জন যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় অভিযান। এই যাত্রীদের উপর রেকর্ড (১০,২৬,৬৭০) টাকা জরিমানা করা হয়েছে। সমস্ত বিভাগে একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
এই অভিযানের সময় ধরা পড়েন এমন অনেক যাত্রী যারা রান্না করা এনে বিপদে পড়েছেন। কারণ খাওয়ার পরে তাঁরা ট্রেন বা স্টেশনে উচ্ছিষ্ট খাবার ফেলে দেন। রেলকর্মীরা যখন তাঁদের ধরে ফেলেন, তখন তাঁরা বিভিন্ন অজুহাত দেখান। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে ট্রেনে ওঠেন হতে পারে বিরাট অঙ্কের জরিমানা! ফল পাবেন, এই 'একটা' ক্ষেত্রেই বড় বিপদ
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement