Durga Puja: আজ পর্যন্ত কোনওদিন দুর্গাপুজো হয়নি পূর্ব বর্ধমানের 'এই' গ্রামে! নাম জানেন? কারণ জানলে অবাক হবেন আপনিও
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Durga Pujo: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের অন্তর্গত বিধানপল্লী গ্রাম যেন এক ব্যতিক্রমী অধ্যায়। এখানে আজ পর্যন্ত কখনও দুর্গাপুজো হয়নি। গ্রামবাসীদের ইচ্ছে থাকলেও যেন কোনও অদৃশ্য অভিশাপ এখনও ভাঙেনি।
কেতুগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: কিছুদিন পরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারা বাংলায় তখন প্যান্ডেলে প্যান্ডেলে আলো ঝলমল করবে, ঢাকের তালে নাচবে মন, আর আনন্দে মেতে উঠবে অসংখ্য মানুষ। কিন্তু পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের অন্তর্গত বিধানপল্লী গ্রাম যেন এক ব্যতিক্রমী অধ্যায়। এখানে আজ পর্যন্ত কখনও দুর্গাপুজো হয়নি। গ্রামবাসীদের ইচ্ছে থাকলেও যেন কোনও অদৃশ্য অভিশাপ এখনও ভাঙেনি। গ্রামে বাস করেন মাত্র ৩০ থেকে ৩৬টি পরিবার, মোট জনসংখ্যা প্রায় ২৫০ জন। মূল সমস্যার শিকড় লুকিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই গ্রামে পৌঁছতে হলে প্রায় দেড় কিলোমিটার সরু মেঠো আলপথ পেরোতে হয়। পথে ঘন ঝোপঝাড়, জঙ্গল, সাপের ভয়ে পা ফেলা দায়।
এরপর আসে ঈশানী নদী। নদীর ওপারে যাওয়ার জন্য ছিল একটি বাঁশের সেতু, কিন্তু সেটিও এখন জলের তলায়। ফেরি সার্ভিস নেই, শুধু কয়েকজনের ব্যক্তিগত ডিঙি নৌকাই ভরসা। কারও নৌকা না থাকলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেই পারাপার হতে হয়। এই গ্রামের বাসিন্দারা এখনও জানেন না যে দুর্গাপুজোর আনন্দটা ঠিক কেমন। গ্রামের বাসিন্দা পরিমল বিশ্বাস বলেন, “আমরা দুর্গাপুজো করতে পারি না। যাতায়াতের খুবই অসুবিধা আমাদের এই ব্রিজ থাকে না ভেঙে যায়। আমাদের খুবই কষ্ট হয় এই গ্রামের অবস্থা অত্যন্ত খারাপ। সবাই আনন্দ করে কিন্তু পুজোর কটা দিন আমাদের গ্রামেই বসে থাকতে হয়। বাচ্চা ছেলেরা কান্নাকাটি করে, মনও খারাপ করে কিন্তু কী করব ঠাকুর আনা যায় না।”
advertisement
আরও পড়ুনঃ কলকাতার কাছেই ‘ভার্জিন’ এই সমুদ্র সৈকত! কিন্তু আজও খোঁজ পাননি ৯০% মানুষই, চলতি ছুটিতে গাড়ি থাকলে ঘুরে নিন
বিধানপল্লি আসলে এক পুরনো বসতি। একসময় পূর্ববঙ্গ থেকে আসা মানুষরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন! চারপাশে ঘন ঝোপজঙ্গল, রাস্তায় নেই আলোর ব্যবস্থা, ঘরে টিমটিমে বৈদ্যুতিক বাতি, সব মিলিয়ে যেন অন্ধকারই এই গ্রামের স্থায়ী সঙ্গী। সাপের ভয়, মৃত্যুর আশঙ্কা এসব সত্ত্বেও সবাই মিলেমিশে এখানে দিন কাটান। গ্রামে একমাত্র বড় উৎসব কালীপুজো। সেই সময়টুকুই গ্রামবাসীর কাছে বছরের সবচেয়ে আনন্দমুখর সময়। ডিঙি নৌকায় করে মাইক ভাড়া আনা হয়, সবাই মিলে রাতভর উৎসব পালন করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বাদের মহারাজ ‘৫’ সবজি ফিতাকৃমির আঁতুরঘর! পাকস্থলীতে বাসা বাঁধে, খাদ্যনালী বেয়ে পৌঁছে কুরে কুরে খায় ব্রেন! বর্ষায় খাওয়ার আগে ভাবুন
কিন্তু দুর্গাপুজো দেখতে হলে গ্রাম ছাড়তে হয়, পাড়ি দিতে হয় দূরের গ্রামে। যেখানে কলকাতার মণ্ডপে কোটি কোটি টাকা খরচ করে থিম আর আলোর ঝলকে মুগ্ধ হন দর্শনার্থীরা, সেখানে বিধানপল্লীর মানুষ শুধু দূর থেকে সেই রোশনাই দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। এ যুগেও এমন গ্রাম রয়েছে, যেখানে পৌঁছতে হলে যেন জীবনের সঙ্গে যুদ্ধ করতেই হয়। আর দুর্গাপুজো? সেটি এখানকার মানুষের কাছে আজও কেবল অধরা স্বপ্ন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja: আজ পর্যন্ত কোনওদিন দুর্গাপুজো হয়নি পূর্ব বর্ধমানের 'এই' গ্রামে! নাম জানেন? কারণ জানলে অবাক হবেন আপনিও