গত ৩০ বছরে এই গ্রামে প্রবেশ করেনি কোনও পুরুষ, তা সত্ত্বেও গর্ভবতী হয়ে যান মহিলারা .....

Last Updated:

এই গ্রামে কেন পুরুষরা থাকেন না ?

#নয়াদিল্লি: বিশ্বজুড়ে একাধিক রহস্য রয়েছে যার পিছনের কারন কী তা অনেকেরই অজানা ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি গ্রাম সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ এই গ্রামে গত ৩০ বছরে ধরে পুরুষদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল তা সত্ত্বেও গ্রামের মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন ৷ কেনিয়ার (Kenya) সাম্বুরু এলাকার (Umoja) উমোজা গ্রামেরও এরকমই একটি আশ্চার্য রহস্য রয়েছে ৷ পুরুষের নো এন্ট্রি সত্ত্বেও মহিলারা অন্ত্বঃসত্তা হয়ে পড়েন৷ মহিলা পরিচালিত গ্রামটিতে প্রত্যেক মহিলা এবং সন্তানদের একাই বড় করে তোলেন ৷ সন্তানরা কখনই তাদের বাবার নাম বা পরিচয় জানতে পারেন না ৷ কিন্তু সকলের মনেই একটাই প্রশ্ন যেটা এটা কী করে সম্ভব ?
এই গ্রামটি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ৷ গ্রামে প্রায় আড়াই শোর বেশি মহিলা বসবাস করেন ৷ মহিলা ছাড়া এই গ্রামে কেবল বাচ্চারা থাকে ৷ ২ জন প্রতিনিধি প্রতি বছর গ্রাম পরিচালনার দায়িত্ব পান। এখানে মহিলারা প্রত্যেকেই স্বনির্ভর। ছোট ছোট ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা নিজেরাই আয় করেন ৷ এই গ্রামের বাসিন্দারা কৃষিকাজ, পশুপালনের পাশাপাশি রঙিন পুঁতি দিয়ে গয়না তৈরি করেন। এই গ্রামের মহিলাদের তৈরি গয়না বেশ জনপ্রিয় ৷
advertisement
advertisement
এই গ্রামে কেন পুরুষরা থাকেন না ? ১৫জন মহিলা মিলে এক সঙ্গে এই গ্রামটি শুরু করেছিল ৷ পুরুষতান্ত্রিক এই সমাজের বিভিন্ন কুপ্রথার শিকার হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন ১৫জন ধর্ষিতা মহিলা মিলে এই পুরুষমুক্ত গ্রাম গড়ে তুলেছিলেন ৷ পাশাপাশি গ্রামটি সেই সকল মহিলাদের বসবাস করার জন্য খুলে দেওয়া হয় যাঁরা সামাজিক ও পারিবারিক হিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন ৷
advertisement
কিন্তু কী করে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা ? এর পিছুনে কোনও জাদু নেই ৷ এই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষকে খুঁজে নেন, তাদের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে এবং  ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। গর্ভবতী হওয়ার পর ওই পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় মহিলারা ৷ ফলে তাদের বাচ্চারা কখনই পিতৃপরিচয় জানতে পারে না ৷
advertisement
গ্রামটি গঠিত হয় ১৯৯০ সালে। অনেক অনেক দূর দূর থেকে মানুষ এই গ্রামে ঘুরতে আসেন ৷ গ্রামে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রাইমারি স্কুল রয়েছে ৷ গ্রামের বেশ কিছু ছবি এবং মহিলাদের লাইফস্টাইল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গত ৩০ বছরে এই গ্রামে প্রবেশ করেনি কোনও পুরুষ, তা সত্ত্বেও গর্ভবতী হয়ে যান মহিলারা .....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement