৫ জি পরিষেবা চালু হবে ভারতে, ২০২২-এ এই পাঁচ কোম্পানির শেয়ার কাঁপাবে দালাল স্ট্রিট!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
৫ জি সম্পর্কিত সংস্থাগুলিকতে বিনিয়োগ করা লাভজনক হবে বলেই মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।
#নয়াদিল্লি: চলতি বছরেই দেশ জুড়ে ৫ জি পরিষেবা চালু করতে চায় কেন্দ্র। ১ ফেব্রুয়ারি বাজেটে এমনই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি জানিয়েছেন, চলতি বছরেই ৫ জি পরিষেবা চালু করতে স্পেকট্রাম নিলাম করার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া এই পরিষেবা চালু করার ক্ষেত্রে পারফরমেন্স লিংকড ইনসেনটিভ বা পিএলআই স্কিম আনবে কেন্দ্র। গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা আরও বিস্তৃত করার কথাও বলেছেন নির্মলা।
ফলে এই পরিস্থিতিতে ৫ জি সম্পর্কিত সংস্থাগুলিকতে বিনিয়োগ করা লাভজনক হবে বলেই মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। এখানে পাঁচটি কোম্পানি নিয়ে আলোচনা করা হল, যাদের শেয়ার দর উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকির বিষয়। তাই স্টক কেনার আগে বিশেষজ্ঞ উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত।
advertisement
advertisement
ভারতী এয়ারটেল
ভারতের বাজারে ৫ জি আনতে বহুদিন ধরেই সক্রিয় ভারতী এয়ারটেল। সহযোগী সংস্থা নেক্সট্রা, ইন্ডাস টাওয়ার এবং ভারতী হেক্সাকমের মাধ্যমে ১.১৭ কোটি টাকা বিনিয়োগ করছে তারা। এই টাকায় ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলে ৫জি পরিষেবা চালু করতে চলেছে ভারতী এয়ারটেল।
advertisement
এইচএফসিএল
হিমাচল ফিউচারিস্টিক কমিউনিকেশনস লিমিটেড মূলত টেলি কমিউনিকেশন পণ্য উৎপাদন আইএসপি পরিষেবা প্রদানের ব্যবসায় যুক্ত। এছাড়া ৫ জি পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও তৈরি করছে এইচএফসিএল। দেশে এই পরিষেবা চালু হলে এই ধরনের কোম্পানিগুলিও লাভবান হবে।
ভোডাফন আইডিয়া
বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত ভোডাফোন আইডিয়া। তবে ৫ জি পরিষেবা চালু হলে এই কোম্পানির সামনে নতুন দিগন্ত খুলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নেটওয়ার্কিং স্লাইসিং থেকে ভালো আয় হবে। ফলে বিনিয়োগকারীরাও ভালো রিটার্ন পাবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
আইটিআই
দেশে প্রথম পিএসইউ সেটআপ চালু করে আইটিআই। যা টেলিকম ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই সংস্থায় সরকারি অংশিদারিত্ব ৯০ শতাংশের বেশি। তাছাড়া গত তিন বছরে ১৭ শতাংশের বেশি রাজস্ব বৃদ্ধি বজায় রেখেছে আইটিআই। জানা গেছে, ডেডিকেটেড নেটওয়ার্ক সিস্টেম ইউনিটের মাধ্যমে কমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপনের পাশাপাশি তারা ৫ জি পরিষেবাও চালু করতে চলেছে।
advertisement
তেজস নেটওয়ার্ক
বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেয় তেজস নেটওয়ার্ক। পাশাপাশি ৫ জি পরিষেবা দেওয়ার জন্যও প্রস্তুত হচ্ছে তারা। এন্ড টু এন্ড অপটিক্যাল ট্রান্সপোর্ট সলিউশনের নেতৃত্বস্থানীয় কোম্পানি তেজস নেটওয়ার্ক।
Location :
First Published :
February 09, 2022 9:09 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৫ জি পরিষেবা চালু হবে ভারতে, ২০২২-এ এই পাঁচ কোম্পানির শেয়ার কাঁপাবে দালাল স্ট্রিট!