PM Kisan: গত ১ বছরে কিস্তির টাকা না পেলেও যোজনার সুবিধা নিতে পারবেন...

Last Updated:

PM Kisan: কী কী কারনে আটকে যায় যোজনার টাকা ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Yojana) কৃষকদের সরকারের তরফে প্রত্যেক চার মাসে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ কিন্তু এরকম একাধিক কৃষক রয়েছে যাঁরা বেশ কিছু কারনের জন্য এই যোজনার একটাও কিস্তি পাননি ৷ পিএম কিষান যোজনায় আপনিও  এক বছরের কিস্তির টাকা না পেয়ে থাকলে এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
পিএম কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটের FAQ সেকশনে দেওয়া তথ্য অনুযায়ী, যদি কেউ এই যোজনায় গত এক বছরের কিস্তির টাকা না পেয়ে থাকলে তাহলে তিনি আগামী কিস্তির টাকা পাওয়ার যোগ্য ৷ কিন্তু তার জন্য প্রথমে সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে নিতে হবে যার জন্য এতদিন কিস্তির টাকা আটকে ছিল ৷
advertisement
advertisement
পিএম কিষান পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ লক্ষের বেশি কৃষকদের ট্রানজাকশন ফেল হয়ে গিয়েছে ৷ ছোট ছোট ভুলের জন্য টাকা ক্রেডিট হয়নি ৷ আপনার IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া থাকলে সেটা শীঘ্রই ঠিক করে নিন যাতে আগামী কিস্তির টাকা পেতে কোনও অসুবিধা না হয় ৷
advertisement
কী কী কারনে আটকে যায় যোজনার টাকা ?
  • কৃষকের নাম ENGLISH এ লিখতে হবে ৷ হিন্দিতে নাম লিখে থাকলে সেটি বদলে ইংরেজিতে করতে হবে ৷
  • আবেদন পত্রে দেওয়া কৃষকের নাম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নাম এক না হলে বা বানান ভুল থাকলে টাকা আটকে যাবে ৷
  • আধার কার্ড ও আবেদন পত্রে দেওয়া নাম এক হতে হবে ৷
  • IFSC কোড ভুল হলেও আটকে যাবে টাকা ৷
  • অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে আটকে যাবে টাকা ৷
advertisement
অনলাইনে ঠিক করতে পারবেন এই ভুলগুলি ৷
>> প্রথমে পিএম কিষানের ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে ৷
>> এরপর পেজের উপরে লিঙ্ক ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷
>> এখানে ক্লিক করতেই আধার এডিট করার একটা লিঙ্ক দেখা যাবে ৷ সেখানে ক্লিক করতে হবে ৷
advertisement
>> ক্লিক করতেই খুলে যাবে নতুন একটি পেজ ৷ এখানে নিজের আধার নম্বর ঠিক করে নিন ৷
>> অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে আপনাকে কৃষি বিভাগ অফিসের ও কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: গত ১ বছরে কিস্তির টাকা না পেলেও যোজনার সুবিধা নিতে পারবেন...
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement