#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Yojana) কৃষকদের সরকারের তরফে প্রত্যেক চার মাসে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ কিন্তু এরকম একাধিক কৃষক রয়েছে যাঁরা বেশ কিছু কারনের জন্য এই যোজনার একটাও কিস্তি পাননি ৷ পিএম কিষান যোজনায় আপনিও এক বছরের কিস্তির টাকা না পেয়ে থাকলে এই খবরটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷
পিএম কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইটের FAQ সেকশনে দেওয়া তথ্য অনুযায়ী, যদি কেউ এই যোজনায় গত এক বছরের কিস্তির টাকা না পেয়ে থাকলে তাহলে তিনি আগামী কিস্তির টাকা পাওয়ার যোগ্য ৷ কিন্তু তার জন্য প্রথমে সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে নিতে হবে যার জন্য এতদিন কিস্তির টাকা আটকে ছিল ৷
আরও পড়ুন: ৫ জি পরিষেবা চালু হবে ভারতে, ২০২২-এ এই পাঁচ কোম্পানির শেয়ার কাঁপাবে দালাল স্ট্রিট!
পিএম কিষান পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ লক্ষের বেশি কৃষকদের ট্রানজাকশন ফেল হয়ে গিয়েছে ৷ ছোট ছোট ভুলের জন্য টাকা ক্রেডিট হয়নি ৷ আপনার IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া থাকলে সেটা শীঘ্রই ঠিক করে নিন যাতে আগামী কিস্তির টাকা পেতে কোনও অসুবিধা না হয় ৷
আরও পড়ুন: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে কোটিপতি! জেনে নিন কীভাবে!
কী কী কারনে আটকে যায় যোজনার টাকা ?
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে পিএফ অ্যাকাউন্টে বসবে কর! কতটা প্রভাবিত হবেন চাকরিজীবীরা?
অনলাইনে ঠিক করতে পারবেন এই ভুলগুলি ৷
>> প্রথমে পিএম কিষানের ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে ৷
>> এরপর পেজের উপরে লিঙ্ক ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷
>> এখানে ক্লিক করতেই আধার এডিট করার একটা লিঙ্ক দেখা যাবে ৷ সেখানে ক্লিক করতে হবে ৷
>> ক্লিক করতেই খুলে যাবে নতুন একটি পেজ ৷ এখানে নিজের আধার নম্বর ঠিক করে নিন ৷
>> অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে আপনাকে কৃষি বিভাগ অফিসের ও কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।