বৃদ্ধা শাশুড়িকে মারধর, নোংরা গালিগালাজ... মায়ের কুকীর্তির 'ভিডিও' করল ছেলে, তারপরেই কেলেঙ্কারি কাণ্ড

Last Updated:

ফুটেজে দেখা যাচ্ছে, হরজিৎ তাঁর শাশুড়ি গুরভজন কৌরকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, চড় মারছে এবং গায়ের অন্য জায়গাতেও মারতে দেখা যাচ্ছে। অকথ্য ভাষায় গালিগালাজও করছেন।

News18
News18
গার্হস্থ্য হিংসার ঘটনা পৃথিবীর কোনও দেশেই নতুন কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক হিংসার মামলায় স্বামীর হাতে স্ত্রীর নিগৃহীত হওয়ার কথা উঠে আসে। তবে, ছেলে নিজে মা-বাবাকে মারধর করছে বা পুত্রবধূ করছে, এমন উদাহরণও সমাজে বিরল নয়। এক ভিডিও ফের সে কথা প্রমাণ করে দিল।
পঞ্জাবের গুরুদাসপুর জেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তাঁর বৃদ্ধা শাশুড়িকে অকথ্য গালিগালাজ করছেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করছেন, তাঁর ছেলে থামতে অনুরোধ করলেও মহিলা কর্ণপাত করছেন না। ফুটেজে দেখা যাচ্ছে, হরজিৎ তাঁর শাশুড়ি গুরভজন কৌরকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, চড় মারছে এবং গায়ের অন্য জায়গাতেও মারতে দেখা যাচ্ছে। অকথ্য ভাষায় গালিগালাজও করছেন।
advertisement
advertisement
পুলিশে অভিযোগ দায়ের করে বিধবা গুরভজান কৌর অভিযোগ করেছেন যে, তাঁর পুত্রবধূ বারবার তাঁকে নির্যাতন করেন এবং সম্পত্তি নিজের নামে হস্তান্তরের জন্য চাপ দেন। এনডিটিভি জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই এই নির্যাতন চলছিল। তাঁর নাতি চরতবীর সিং দাবি করেছেন যে এই ঘটনা এই প্রথম ঘটেনি। তিনি পুলিশকে জানিয়েছেন যে তাঁর মা প্রায়শই মদ্যপানের পরে তাঁর ঠাকুমাকে মারধর করেন। শুধু ঠাকুমা নন, তিনি এবং তাঁর বাবাও ইতিপূর্বে নির্যাতনের শিকার হয়েছিলেন।
advertisement
গুরভজান কৌর পুলিশকে জানিয়েছেন, তাঁর নাতি অতীতের বেশ কয়েকটি ঘটনাও ক্যামেরায় তুলে রেখেছেন। একটি ক্লিপে হরজিৎ কৌরকে তাঁর স্বামীকে জুতো দিয়ে মারতে দেখা যাচ্ছে। ঘটনার তদন্ত চলছে। পঞ্জাব রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ গিল জানিয়েছেন একটি স্বতঃপ্রণোদিত নোটিশ জারি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বৃদ্ধা শাশুড়িকে মারধর, নোংরা গালিগালাজ... মায়ের কুকীর্তির 'ভিডিও' করল ছেলে, তারপরেই কেলেঙ্কারি কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement