Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷
#ভোপাল: মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷ মা টের পেয়ে সেই চিতাবাঘের (leopard) পিছনে এক কিলোমিটার অবধি ধাওয়া করেন৷ তারপর চিতাবাঘের থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে ফিরে আসে মা (Brave Mother)৷ কিন্তু চিতাবাঘের সঙ্গে মারাত্মক সংঘাতে ঘায়েল হয়ে গেছে মা ও সন্তান দুজনেই৷ তাঁরা এখন কুসমী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
কুসমী ব্লকের সঞ্জয় টাইগার বাফার জোনে ২৮ নভেম্বর ঘটেছে৷ এই বাফার জোনে টমসার রেঞ্জের বাড়িঝারিয়া গ্রামে চারদিক জঙ্গলে ঘেরা আবার পাহাড়ি এলাকাও রয়েছে৷ রবিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাতটার সময় কিরণ বেগা নিজের বাচ্চার সঙ্গে কাজ করছিলেন৷ তাঁর স্বামী শঙ্কর বেগা কোনও কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন৷ কিরণের কোলে শিশু বসেছিল৷ এই সময় পিছন থেকে চিতাবাঘটি (leopard) আসে তখন কিরণের পাশে বসা শিশুটিকে তুলে নিয়ে যায়৷
advertisement
আরও পড়ুন - Virat Kohli Dating: একাধিক Hot Girl Friend-র সঙ্গে বিরাটের ডেটিং, তাদের কিসে টেক্কা দিলেন Anushka Sharma
advertisement
মা নিজের বয়ানেই জানিয়েছেন ঠিক কীভাবে তিনি শিশুটিকে বাঁচিয়েছেন (Mother Saves son)৷ দেখে নিন সেই ভিডিও৷
मध्य प्रदेश के सीधी जिले में एक मां बेटे को बचाने के लिए मौत से लड़ गई. इस मां के 6 साल के बेटे को तेंदुआ उठा ले गया था. मां ने तेंदुए का एक किलोमीटर दूर तक पीछा किया और उससे बच्चे को छीन लिया. इस घटना में मां और बेट दोनों घायल हो गए. pic.twitter.com/8CR1cnKJM4
— Nikhil Suryavanshi (@NikhilEditor) November 30, 2021
advertisement
এই ঘটনার পর কিরণ মিডিয়ায় বলেন তিনি চিতাবাঘটিকে (Leoprad) দেখতে পেয়েছিলেন বাচ্চাটিকে উঠিয়ে নেওয়ার সময়৷ উনি দ্রুত ওই চিতাবাঘটির পিছনে দৌড়তে থাকেন৷ প্রায় ১ কিলোমিটার অবধি তিনি ওই চিতাবাঘের পিছু করেন৷ তিনি দেখতে পান তাঁর ৬ বছরের ছেলেকে চিতাবাঘটি নিজের থাবায় ধরে নিয়েছে৷ এইটা দেখে তিনি ডান্ডা ও অন্য জিনিস দিয়ে চিতাটিকে মারতে থাকেন৷ ধীরে ধীরে বাচ্চাটিকে চিতাবাঘ ছাড়তে শুরু করে (mother saves son)৷ এরপর চিতাবাঘটি মহিলাটিকে আক্রমণ করে৷ মহিলা তার থাবা নিজের হাত দিয়ে ঠেলে ফেলে দেয় (Brave mother)৷ এই চিৎকার শুনে গ্রামের অন্য লোকরা সকলে ছুটে আসে, আর চিতাবাঘটি দৌড়ে ফের জঙ্গলে ঢুকে যায়৷
advertisement
আরও পড়ুন - Slim Body: Anushka Sharma-র মতো স্লিম বডি পেতে চান? জেনে নিন নায়িকার ব্রেকফাস্টের পাতে কী থাকে!
সমস্ত আহতদের চিকিৎসা জারি
বাচ্চাটিকে বাঁচানোর পর মহিলা অজ্ঞান হয়ে যা৷ ঘটনার বিষয়ে সঞ্জয় টাইগার রিজার্ভকে জানানো হয়৷ বন বিভাগ টমসার রেঞ্জের দল দ্রুত পাঠিয়ে দেয়৷ সমস্ত আহতদের চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়৷ চিতাবাঘের হামলায় শিশু ও শিশুর বাবা শঙ্কর বেগার গলায়, পিঠে, বাঁ চোখে ক্ষতি হয়েছে৷ অন্যদিকে কিরণের শরীরে নখের দাগ রয়েছে৷
Location :
First Published :
November 30, 2021 3:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...