Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...

Last Updated:

মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷

Mother kiran bega saved 6 year old son from leopard jaw - Photo Courtesy- video grab
Mother kiran bega saved 6 year old son from leopard jaw - Photo Courtesy- video grab
#ভোপাল: মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মা মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল ছেলেকে (Mother saves Son)৷ একটি চিতাবাঘ (Leopard) ৬ বছরের ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল৷ মা টের পেয়ে সেই চিতাবাঘের (leopard) পিছনে এক কিলোমিটার অবধি ধাওয়া করেন৷ তারপর চিতাবাঘের থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে ফিরে আসে মা (Brave Mother)৷ কিন্তু চিতাবাঘের সঙ্গে মারাত্মক সংঘাতে ঘায়েল হয়ে গেছে মা ও সন্তান দুজনেই৷ তাঁরা এখন কুসমী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
কুসমী ব্লকের সঞ্জয় টাইগার বাফার জোনে ২৮ নভেম্বর ঘটেছে৷ এই বাফার জোনে টমসার রেঞ্জের বাড়িঝারিয়া গ্রামে চারদিক জঙ্গলে ঘেরা আবার পাহাড়ি এলাকাও রয়েছে৷ রবিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাতটার সময় কিরণ বেগা নিজের বাচ্চার সঙ্গে কাজ করছিলেন৷ তাঁর স্বামী শঙ্কর বেগা কোনও কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন৷ কিরণের কোলে শিশু বসেছিল৷ এই সময় পিছন থেকে চিতাবাঘটি (leopard) আসে তখন কিরণের পাশে বসা শিশুটিকে তুলে নিয়ে যায়৷
advertisement
advertisement
মা নিজের বয়ানেই জানিয়েছেন ঠিক কীভাবে তিনি শিশুটিকে বাঁচিয়েছেন (Mother Saves son)৷ দেখে নিন সেই ভিডিও৷
advertisement
এই ঘটনার  পর  কিরণ মিডিয়ায় বলেন তিনি চিতাবাঘটিকে (Leoprad) দেখতে পেয়েছিলেন বাচ্চাটিকে উঠিয়ে নেওয়ার সময়৷  উনি দ্রুত ওই চিতাবাঘটির পিছনে দৌড়তে থাকেন৷ প্রায় ১ কিলোমিটার অবধি তিনি ওই  চিতাবাঘের পিছু করেন৷   তিনি দেখতে পান তাঁর ৬ বছরের ছেলেকে চিতাবাঘটি নিজের থাবায় ধরে নিয়েছে৷ এইটা দেখে তিনি ডান্ডা ও অন্য জিনিস দিয়ে চিতাটিকে মারতে থাকেন৷ ধীরে ধীরে বাচ্চাটিকে চিতাবাঘ ছাড়তে শুরু করে (mother saves son)৷ এরপর চিতাবাঘটি মহিলাটিকে আক্রমণ করে৷ মহিলা তার থাবা নিজের হাত দিয়ে ঠেলে ফেলে দেয় (Brave mother)৷ এই চিৎকার শুনে গ্রামের অন্য লোকরা সকলে ছুটে আসে, আর চিতাবাঘটি দৌড়ে ফের জঙ্গলে ঢুকে যায়৷
advertisement
সমস্ত আহতদের চিকিৎসা জারি
বাচ্চাটিকে বাঁচানোর পর মহিলা অজ্ঞান হয়ে যা৷ ঘটনার বিষয়ে সঞ্জয় টাইগার রিজার্ভকে জানানো হয়৷ বন বিভাগ টমসার রেঞ্জের দল দ্রুত পাঠিয়ে দেয়৷ সমস্ত আহতদের চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠানো হয়৷ চিতাবাঘের হামলায় শিশু  ও শিশুর বাবা শঙ্কর বেগার গলায়, পিঠে, বাঁ চোখে ক্ষতি হয়েছে৷ অন্যদিকে কিরণের শরীরে নখের দাগ রয়েছে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother saves Son: কুর্নিশ মা, ৬ বছরের ছেলেকে বাঁচাতে leopard- র পিছনে এক কিলোমিটার ছুটলেন মা, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement