বিরাট কোহলি (Virat Kohli) এখন একেবারে অনুগত স্বামী -অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে বিয়ের পর চুটিয়ে সংসার করছেন৷ এখন তিনি এক কন্যা সন্তানের বাবা৷ কিন্তু দিন তো এত সোজা ছিল না৷ ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা -র ((Virat Kohli and Anushka Sharma) সঙ্গে বিয়ের আগে অন্তত পাঁচজন বিনোদন জগতের তন্বী সুন্দরীর সঙ্গে সম্পর্ক ছিল কিম্বা বলা ভালো ডেটিং (Virat Kohli Dating) করেছেন৷ তাঁদের কেউ কেউ প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, কারো আবার অভিযোগ বিরাট তাঁকে ধোঁকা দিয়েছেন৷ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricketer) তারকা ক্রিকেটার ও অধিনায়কের সঙ্গে যে হট সুন্দরীদের (Hot Girl Friend) নাম জড়িয়েছে তার তালিকা দেখে নিন৷
সারা জেন ডিয়াস: বিরাট কোহলির ডেটিং (Virat Kohli Dating) তালিকার দ্বিতীয় নাম সারা জেন ডিয়াস (Sarah Jane Dias)৷ ফেমিনা মিস ইন্ডিয়া ২০০৭ সালে নির্বাচিত হন তিনি৷ ২০১১ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) বিরাট কোহলির বন্ধু হিসেবে মাঠে নিমন্ত্রিত হয়েছিলেন৷ কিন্তু সারা নিজের কথা রাখতে পারেননি৷ কিন্তু এই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি এমনকি ২০১১ তে জুলাই মাসে ভারতের ওয়েস্টইন্ডিজ সফরের আগেই সম্পর্ক শেষ হয়ে যায়৷
তামান্না ভাটিয়া : তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন একটি অ্যাড ফিল্মের (Celkon Advertisements) শুটিংয়ের সময়৷ ২০১২ সালে তাঁরা ডেটিং (Virat Kohli Dating) করতেন একে অপরকে৷ কিন্তু কেউ কোনওদিন প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি৷ এরপর ২০১২ তে বিরাটের সঙ্গে ইজাবেলে লেতিতে -র (Izabelle Leite) সঙ্গে ডেটিং শুরু করেন৷ পুরনো সম্পর্ক ভেঙে যায়৷
ইজাবেলে লেইতে : ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী বলিউডেও নিজের ভাগ্যপরীক্ষা করতে এসেছিলেন৷ তাঁকে কয়েকটি হিন্দি সিনেমা ও তেলেগু সিনেমায় কাজ করতে দেখা গিয়েছিল৷ সেই ইজাবেলে লেইতে (Izabelle Leite) বিরাটের সঙ্গে ডেটিং (Virat Kohli Dating) করেন৷ তাঁদেরকে সিঙ্গাপুরেও একসঙ্গে দেখা গিয়েছিল৷ ২০১৩ সালে হঠাৎই ভেঙে যায় বিরাটের এই হট গার্লফ্রেন্ডের (Hot Girl Friend) সঙ্গে সম্পর্ক৷
অনুষ্কা শর্মা : বলিউড অভিনেত্রীর সঙ্গে বিরাট কোহলি প্রথম বার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা করেন৷ ২০১৩ সালে সেই বিজ্ঞাপনে অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে কাজ করছিলেন বিরাট কোহলি৷ তাঁদের প্রায় সাড়ে চার বছরের লম্বা সম্পর্ক ছিল৷ ২০১৭ সালে তাঁরা ইতালির টাস্কানিতে বিয়ে করেন৷ ২০২০ তে তাঁদের কন্যাসন্তান ভামিকা জন্মায়৷