Viral Video: আস্ত একটা ছাগল খেয়ে স্কুলবাসে লুকিয়ে ছিল পাইথন! আঁতকে উঠবেন ভিডিও দেখে
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : কিছু গ্রামবাসী বলেছেন যে তাঁরা একটি ছাগলের বাচ্চা খেয়ে পাইথনটিকে বাসের ভিতরে লুকিয়ে থাকতে দেখেছে
#লখনউ: উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে একটি হাড় হিম করা ভিডিও সামনে এসেছে। একটি স্কুল বাস থেকে উদ্ধার এক পাইথন। যেখানে আজ এক ঘন্টা দীর্ঘ অপারেশনের পরে উদ্ধার করা হয়েছে পাইথনটি।
সিটি ম্যাজিস্ট্রেট পল্লবী মিশ্র বলেছেন, রায়বরেলি রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের একটি স্কুল বাসের ভিতরে বিশাল অজগরটি লুকিয়ে পড়ে।
A python rescued from a school bus in Raibareli, UP pic.twitter.com/lN1LfIW4ic
— Sanat Singh (@sanat_design) October 16, 2022
advertisement
এমএস মিশ্র বলেন, খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কর্মকর্তা বলেন সপ্তাহান্ত বলে স্কুল বন্ধ ছিল। ঘটনার সময় কেউ আহত হয়নি তাই।
advertisement
ভিডিওটি ভাইরাল হচ্ছে যেখানে একটি সিটের নিচে অজগরটিকে দেখা যায়। উদ্ধারকারীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করার জন্য লাঠি দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু পাইথনটিকে ধরার জন্য় একটা বস্তা ব্য়বহার করা হয়েছে, সেটাই দখল করার চেষ্টা করছে পাইথন।
advertisement
অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ইঞ্জিনে জড়িয়ে রয়েছে পাইথনটি।
শনিবার স্কুল বাসটি পাশের একটি গ্রামে রাখা হয়েছিল, কিছু গ্রামবাসী বলেছেন যে তাঁরা একটি ছাগলের বাচ্চা খেয়ে পাইথনটিকে বাসের ভিতরে লুকিয়ে থাকতে দেখেছে। গ্রামবাসীরা স্কুল কর্তৃপক্ষকে খবর দিলে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে স্কুলের সামনে দাঁড় করানো হয়।
view commentsLocation :
First Published :
October 17, 2022 7:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: আস্ত একটা ছাগল খেয়ে স্কুলবাসে লুকিয়ে ছিল পাইথন! আঁতকে উঠবেন ভিডিও দেখে