প্রতি মাসে বিনামূল্যে একটি পিৎজা পাবেন অসমের দম্পতি! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Viral Video : ফুড চেইন কোম্পানি দম্পতির ইচ্ছা পূরণ করার জন্য প্রতি মাসে একটি পিৎজার ব্য়বস্থা করে

#অসম: বিয়ে অনেকের কাছেই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’! এবার এই চিরস্থায়িত্বের মেয়াদ কত, কীই বা তার শর্ত তা তো আগে থেকে ঠিক করতে হবে! অসমের এক নবদম্পতি এই চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম কানুন, শর্ত, শর্তখেলাপ সব কিছু আগে থেকে লিপিবদ্ধ করে তবে বিয়ের পিঁড়িতে বসলেন। কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়।
বিয়ের দিন একটি অদ্ভুত চুক্তিতে স্বাক্ষর করেন বর-কনে। ২১জুন গাঁটছড়া বাঁধেন ওই দম্পতি। গুয়াহাটির পল্টন বাজারের বছর চব্বিশের কনে শান্তি প্রসাদ তাঁর জীবনের প্রেমিক মিন্টু রাইয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি বিনিময় করেন এবং এর পরেই পাত্রকে চুক্তিপত্রে সই করতে বলেন। সেই চুক্তিপত্রে ছিল নানান দাবি। তাতেই লেখা ছিল মাসে একটা পিৎজার কথা।
advertisement
advertisement
advertisement
বাস্তবে তা সত্য়ি হয়েছে। তাঁদের স্বপ্নপূরণ হয়েছে এই করওয়া চৌতেই। মাল্টি-ন্যাশনাল রেস্তোরাঁ চেইন পিৎজা হাট ইন্ডিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে তারা পুরো বছরের জন্য মাসে একবার বিনামূল্যে পিজ্জা সরবরাহ করবে ওই দম্পতির জন্য়। তাঁরা তাঁদের চুক্তি থেকে অন্যান্য শর্তাবলী পালন করছে কিনা তা অজানা, তবে পিৎজার বিষয়টা নিশ্চিত করতে চায় পিৎজা কোম্পানি।
advertisement
advertisement
ফুড চেইন কোম্পানি দম্পতিদের তালিকায় এই ইচ্ছা পূরণ করার জন্য প্রতি মাসে একটি পিৎজার ব্য়বস্থা করতে চায়। দম্পতি ভিডিওর সঙ্গে লেখেন, "আপনার স্বামীর সঙ্গে একটি দীর্ঘ এবং সুখী জীবনের জন্য প্রতি মাসে একটি পিৎজা! আমরা এই চুক্তির জন্য বেঁচে আছি। #শুভকরওয়া চৌথ সমস্ত পিজা-প্রেমী সুখী দম্পতিদের জন্য"।
advertisement
প্রসঙ্গত, এই দম্পতি রেস্তোরাঁয় পিৎজা এবং তাঁদের সময় উপভোগ করেছেন। কর্মীদের সঙ্গে কিছু সেলফিও তুলেছেন। ফটোগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "#পিজালোভারস #কপলগোলস"।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রতি মাসে বিনামূল্যে একটি পিৎজা পাবেন অসমের দম্পতি! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement