অনলাইন ডেটিং প্রস্তাবে পা, ইঞ্জিনিয়ারের যা হল, জানলে চমকে যাবেন!
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Thane Dating Fraud : থানের ৪৮ বছরের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার খোয়ালেন ৬.৩৩লাখ টাকা। কারণ শুনলে হতবাক হবেন আপনিও
#থানে: থানের ৪৮ বছরের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার খোয়ালেন ৬.৩৩লাখ টাকা। কারণ শুনলে হতবাক হবেন আপনিও। অনলাইন ডেটিং ফ্রড সাইট কেড়ে নিল লাখ লাখ টাকা। চিতালসার পুলিশ স্টেশনের আওতায় গত রবিবার, ১৬অক্টোবর ঘটে ঘটনাটি।
২৪ মে, ২০২২-এ, সফ্টওয়্যার প্রকৌশলী তাঁর মোবাইল ফোনে একটি অনলাইন ডেটিং বার্তা পান। চিতালসার পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইনস্পেকটর শুভ পাটিল জানান, "অভিযোগকারী ২৪ মে, ২০২২-এ অনলাইন ডেটিং সম্পর্কে একটি বার্তা পেয়েছিলেন। তিনি নম্বরটিতে কল করেছিলেন এবং অপর পাশের ব্যক্তি নিজেকে দীপক বলে পরিচয় দেয় এবং তাঁর অনলাইন প্রোফাইল তৈরি করার জন্য তাঁকে ৩৮,২০০ টাকা দিতে বলে। অভিযুক্ত দীপক পরে বেশ কয়েকবার ইঞ্জিনিযারকে কোনও না কোনও অজুহাতে মোট ৬,৩৩,৬২৬ টাকা দিতে বলেছিল।"
advertisement
advertisement
পুলিশ ইনস্পেকটর আরও জানান, "ভুক্তভোগী ইঞ্জিনিয়ার সব টাকা পরিশোধের পরও ওদিক থেকে ফোনে কোনও সাড়া না পেয়ে আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আমরা শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের বিধানে মামলা নথিভুক্ত করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা মামলাটির তদন্ত করছি এবং শীঘ্রই আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করব”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 3:48 PM IST