হানিমুন ক্যানসেল করে মেসিকে দেখতে এসেছিলেন দম্পতি ! হতাশ হয়েই ফিরতে হল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Fan Cancelled Honeymoon to see Lionel Messi: মেসিকে দেখতে এক দম্পতি বিয়ের ঠিক পরদিনই চলে আসেন যুবভারতীতে ৷ তাঁদের হাতে ছিল একটা সাইনবোর্ড, যেখানে লেখা ছিল: ‘‘গত শুক্রবারই বিয়ে করেছি, কিন্তু আমাদের হানিমুন ক্যানসেল করেছি শুধুমাত্র মেসিকে দেখতে।’’
কলকাতা: কলকাতায় মেসি ম্যাজিক দেখতে ভোর রাত থেকেই উপচে পড়ে জনতা ! মেসির অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঠিক ভাবে মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়ে ফেললেন। মাঠের মাঝে মেসিকে ঘিরে এত ভিড় যে গ্যালারি থেকে এদিন প্রায় কিছু দেখাই যায়নি। সেই রাগে জল ভর্তি বোতল মাঠ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়। ফলে, নির্ধারিত সময়ের আগেই এদিন মাঠ ছাড়েন মেসি। তাঁকে কনভয় করে বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বোতল পড়তে থাকে, পরপর চেয়ার ছোড়া হয়। হু হু করে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। মেসিকে দেখতে এক দম্পতি বিয়ের ঠিক পরদিনই চলে আসেন যুবভারতীতে ৷ তাঁদের হাতে ছিল একটা সাইনবোর্ড, যেখানে লেখা ছিল: ‘‘গত শুক্রবারই বিয়ে করেছি, কিন্তু আমাদের হানিমুন ক্যানসেল করেছি শুধুমাত্র মেসিকে দেখতে।’’
সংবাদসংস্থা ANI-কে কথা বলতে গিয়ে, ওই ফ্যান জানান, ‘‘২০১০ সাল থেকে মেসির সাপোর্টার। আমরা এখানে এসেছি মেসিকে দেখতে। (প্ল্যাকার্ড সম্পর্কে) হ্যাঁ, এটা আমি লিখেছি। আমি গত শুক্রবার বিয়ে করেছি, কিন্তু আমার স্বামী আর আমি ঠিক করেছি আমাদের হানিমুন পিছিয়ে দেব কারণ মেসি আমাদের শহরে এসেছেন ৷’’ তিনি বলেছেন।
advertisement
advertisement
যুবভারতীতে লুঠ ক্ষুব্ধ জনতার একাংশের। ঘাস, চেয়ার, গাছের টব নিয়ে বাড়ির পথে দর্শকদের একাংশ। স্টেডিয়ামের নিরাপত্তা ঘিরে প্রশ্ন। বাইপাসেও ছড়াল উত্তেজনা। লাঠি নিয়ে জনতাকে তাড়া পুলিশের। ‘চোর চোর’ স্লোগান জনতার। মেসিকে সামনে রেখে দুর্নীতির অভিযোগ জনতার একাংশের। শুধু মেসি নয়, দেখা যায়নি লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও ৷
advertisement
এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। কয়েক জন ছিঁড়ে ফেলেন গোল পোস্টের জাল। ভেঙে ফেলেন সাজঘরে যাওয়ার ট্যানেলের ছাউনি। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন দু’আড়াই হাজার মানুষ। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাফ। ১১.৫২ মিনিটে যুবভারতী থেকে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
ছোট ছেলে আব্রামের সঙ্গে মেসি দেখা করালেন। ছবিও তুললেন। কিন্তু মাঠে আসা হল না শাহরুখ খানের। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা হলেন। ফিরে গেলেন মুম্বই।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2025 3:47 PM IST






