Viral Video: ফেয়ারওয়েল পার্টিতে উদ্দাম নাচ অঙ্ক স্যারের, ভাইরাল ভিডিও কাঁপাচ্ছে নেটদুনিয়া, প্রশংসা থামছেই না, না দেখলেই মিস!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Viral Video: ভিডিওটিতে দেখা যাচ্ছে কৌশিক ২০২৪ সালের রোম্যান্টিক কমেডি ছবি 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া'র টাইটেল ট্র্যাকটিতে তাল মিলিয়ে চলেছেন।
ফেয়ারওয়েল পার্টিতে গণিত শিক্ষক নরেশ কৌশিক ক্লাসরুমে অত্যন্ত উৎসাহের সঙ্গে নাচছিলেন, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিউ হয়েছে। কেবল ভাইরালই হয়নি বরং ইনস্টিটিউটের ফেয়ারওয়েল অনুষ্ঠানটিকে আক্ষরিক অর্থেই একটি পার্টিতে পরিণত করে ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কৌশিক ২০২৪ সালের রোম্যান্টিক কমেডি ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’-র টাইটেল ট্র্যাকটিতে তাল মিলিয়ে চলেছেন।
গণিত শিক্ষক নরেশ কৌশিককে ফরম্যাল পোশাকে অত্যন্ত নির্ভুল এবং প্রাণবন্ত ভাবে নাচতে দেখা গিয়েছে। তাঁর প্রাণবন্ততা, সময়জ্ঞান এবং যেভাবে তিনি অনায়াসে মূল নাচের স্টেপগুলো করে চলেছিলেন, তা তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। অনেক অনলাইন দর্শক তাঁর নাচকে অপ্রত্যাশিতভাবে অত্যাশ্চর্য বলে বর্ণনা করেছেন। অনেকেই এটিকে পেশাদার নৃত্যশিল্পীদের চেয়ে উন্নত বলে মনে করেছেন।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম ভিডিওটি একদিনে ৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে
কৌশিক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল @nareshk.kaushik-এ ভিডিওটি পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন: ‘ভালবাসা এবং ৩ মিলিয়ন+ ভিউয়ের জন্য ধন্যবাদ। বিদায়ের সময়ে একটু তো নাচতেই হয়।’ এর পরই লাইক, শেয়ার এবং কমেন্টের ঝড় শুরু হয়। ভিডিওটি মাত্র একদিনে ৩ মিলিয়নেরও বেশি ভিউ এবং ১৪৯,৪২৯টিরও বেশি লাইক অর্জন করে, যা এর দ্রুত ক্রমবর্ধমান জনপ্রিয়তা স্পষ্ট তুলে ধরে।
advertisement
advertisement
ভাইরাল ভিডিও
নাচের পাশাপাশি দর্শকরা শিক্ষকের অদম্য উৎসাহের প্রশংসা করেছেন, যা অনেকের মনে দাগ কেটেছে। কেউ কেউ তাঁর মতো শিক্ষকদের নাচের প্রসংসা করলেও অন্যরা শিক্ষকদের এত খোলামেলা হওয়া নিয়ে কমেন্টও করেছেন।
advertisement
নেটিজেনরা বলছেন, ‘কেউ শাহিদ কাপুরকে এটি পাঠান’।সোশ্যাল মিডিয়ার কমেন্ট মুহূর্তটিকে আরও ইুভোগ্য করে তুলেছে। বিখ্যাত কোরিওগ্রাফার জানি মাস্টার বলেছেন, ‘ভাল স্যার।’ একজন ব্যবহারকারী ব্যঙ্গের সুরে বলেছেন, ‘গণিতের শিক্ষকরা কি সত্যিই এত ভাল?” আরেকজন লিখেছেন, “আঙ্কল একজন টোটাল রকস্টার!’
‘খুব ভাল, এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা রইল। অসাধারণ ফেয়ারওয়েল’, অন্য একজন মন্তব্য করেছেন। শত শত মন্তব্যের মধ্যে একটি মন্তব্য আলাদা হয়ে ওঠে : ‘কেউ এই ভিডিওটি শাহিদ কাপুরকে পাঠান।” কোরিওগ্রাফার মেলভিন লুইও মন্তব্য করেছেন, “কেয়া বাত হ্যায় স্যার!!’
advertisement
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের সৃজনশীলতার প্রতি ভালবাসা এবং কীভাবে এই ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের চিরস্থায়ী স্মৃতিও দেয় সে সম্পর্কে আলোচনার জন্ম দেয়। কৌশিকের প্রাণবন্ত ফেয়ারওয়েল ডান্স এই মুহূর্তে ইন্টারনেটে সবচেয়ে আলোচিত আনন্দের ভিডিও বললে ভুল হবে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2025 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ফেয়ারওয়েল পার্টিতে উদ্দাম নাচ অঙ্ক স্যারের, ভাইরাল ভিডিও কাঁপাচ্ছে নেটদুনিয়া, প্রশংসা থামছেই না, না দেখলেই মিস!










