Marriage Muhurat in June 2021: ২০২১ সালের জুনে বিয়ে করতে চান? জেনে নিন শুভ দিন ও সময়

Last Updated:

Marriage Dates in June 2021: মানুষের মনে বিশ্বাস রয়েছে যে, শুভ মুহুর্তে গুরুত্বপূর্ণ কাজ করলে তা বেশি ফলপ্রসূ হয় এবং আরও সমৃদ্ধি লাভে তা সহায়তা করে

Marriage Dates in June 2021: প্রত্যেক মানুষের জীবনেই বিয়ে একটি বিশেষ অনুষ্ঠান।বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুজন মানুষ একসঙ্গে থাকার বন্ধনে আবদ্ধ হন।সেই হিসাবে এই বিশেষ দিনে কনে এবং বধূ উভয়েই সবকিছু একেবারে সেরা করতে চান। বিয়ের পোশাক থেকে অতিথিদের তালিকা, নিজের বিয়ের দিনের প্রতিটি বিবরণ সুক্ষ্মভাবে একটি আজীবন স্মৃতি তৈরির পরিকল্পনা করেন। যেহেতু বিয়ের সঙ্গে জড়িত প্রতিটি কাজ শুভ বলে বিবেচনা করা হয়, তাই সকলেই একটি শুভদিনকেই বিয়ের জন্য বেছে নেন।
হিন্দু ধর্মে বিশ্বাসী ব্যক্তিরা শুভ দিন ও মুহুর্তের জানার জন্য পঞ্চাঙ্গ (Panchang) নামে একটি বেদীয় ক্যালেন্ডার অনুসরণ করেন। একইসঙ্গে মানুষের মনে বিশ্বাস রয়েছে যে, শুভ মুহুর্তে গুরুত্বপূর্ণ কাজ করলে তা বেশি ফলপ্রসূ হয় এবং আরও সমৃদ্ধি লাভে তা সহায়তা করে।
৫ জুন (শনিবার): এদিন হল কৃষ্ণপক্ষের একাদশী, বিয়ের জন্য সবচেয়ে ভালো সময় হল সকাল ৫.২৩ থেকে রাত ১০.৩৯।
advertisement
advertisement
৬ জুন (রবিবার): শুভ সময় শুরু হবে সকাল ৫.২৩ থেকে এবং চলবে রাত ২.২৭ পর্যন্ত যা পরের দিন ৭ জুনে পড়ে যাচ্ছে।
১৯ জুন (শনিবার): মহেশ নবমীর ধার্মিক অনুষ্ঠানের জন্য এই দিনটিকে চিহ্নিত করা হয়। এদিন বিয়ের শুভ লগ্ন সকাল ৫.২৪ থেকে শুরু হবে এবং রাত ৮.২৮ পর্যন্ত চলবে।
২৪ জুন (বৃহষ্পতিবার): জৈষ্ঠ্য মাসের পূর্ণিমাতে বিয়ের জন্য দুপুর ২.৩২ থেকে রাত ২.১৫ হল সবচেয়ে শুভ সময়।
advertisement
২৫ জুন (শুক্রবার): কৃষ্ণ পক্ষের প্রথম দিনে বিয়ের জন্য সকাল ৫.২৫ থেকে পরের দিন ৬.৪০ পর্যন্ত সময় ভালো।
২৬ জুন (শনিবার): এদিনের শুভ লগ্ন হল সন্ধ্যে ৬.৪৩ থেকে রাত ৭.১৮ পর্যন্ত।
২৭ জুন (রবিবার): বিয়ের জন্য ভালো সময় হল বিকেল ৩.২১ থেকে ২৮ জুন ভোর ৩ টে পর্যন্ত।
২৮ জুন (সোমবার): কৃষ্ণ পক্ষ চতুর্থীতে সকাল ৫.২৬ থেকে রাত ১২.৪৮ অর্থাৎ পরের দিন ২৯ জুন পর্যন্ত বিয়ের জন্য ভালো সময়।
advertisement
শুভ দিন ও সময়ের সূত্র: Astrosage.com
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Marriage Muhurat in June 2021: ২০২১ সালের জুনে বিয়ে করতে চান? জেনে নিন শুভ দিন ও সময়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement