বাঘের সঙ্গে সেলফি! মধ্যপ্রদেশে হাড় হিম করা ঘটনা, রইল ভিডিও
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Man try to click selfie with tiger : ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷
#ভোপাল : বাঘ মামাকে নিয়ে মানুষের চিরকালই প্রচুর উৎসাহ ৷ কিন্তু হঠাৎ করে চোখের সামনে বাঘ আসলে পালানো ছাড়া পথ কোথায়? কিন্তু এক আজব ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ ভিডিওয়ে দেখা গেছে বাঘ দেখে ভয় পেয়ে দৌড়ানোর বদলে সেলফি তুলছে কিছু যুবক ৷ এই হাড় হিম করা ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা ৷
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না টাইগার রিসার্ভে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মত করে রাস্তা পার করছিল বাঘটি ৷ বাঘটির থেকে সামান্য দূরত্বেই দাঁড়িয়েছিল কিছু যুবক ৷ তারপরেই ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷
advertisement
advertisement
বাঘকে দেখতে পেয়ে পালানোর বদলে অনায়াসে তার ভিডিও করতে শুরু করে তারা ৷ ছবি তুলতে বাঘের পেছনেও ধাওয়া করে যুবকেরা ৷ শুধু তাই নয়, তাদের মধ্যে থেকে এক যুবক আবার বাঘের সঙ্গে সেলফিও তুলতে চেষ্টা করে ৷ কিন্তু ভাগ্য ভাল থাকায় বাঘ মামা রাগ না করে নিজের মত করে জঙ্গলে ঢুকে যান ৷
advertisement
Remember that if you see a large carnivore, it wanted you to see it. It never wanted to be chased. The tiger can maul you to death feeling threatened. Please don’t resort to this wired behaviour. pic.twitter.com/e0ikR90aTB
— Susanta Nanda (@susantananda3) October 6, 2022
advertisement
ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন দফতর আধিকারিক সুশান্ত নন্দা ৷ ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন 'দয়া করে এইসব আজগুবি কাজ করবেন না ৷ এই আজগুবি কাজের জন্য প্রাণ দিতে হতে পারে ৷ '
Location :
First Published :
October 07, 2022 12:47 PM IST