Viral: নাগরদোলায় ঝুলন্ত মানুষ! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে শিউরে উঠল নেটদুনিয়া!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি যে ভাবে শুরু হয়েছিল, উত্তেজনার পারদ কয়েকগুণ চড়েছে সময় গড়াতেই।
#ভাইরাল ভিডিও: ভাইরাল ভিডিও মানেই অস্বাভাবিকতায় ভরপুর কোনও না কোনও দৃশ্য। তা বলে এমন দৃশ্যও যে দেখা যেতে পারে, তা বোধহয় আন্দাজ করেননি নেট পাড়ার বাসিন্দারা।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বেশ কয়েকজন যুবককে দেখা গিয়েছে নাগরদোলায় ঝুলতে। লেখা পড়লে মনে হতে পারে, এর মধ্যে অস্বাভাবিক কী থাকতে পারে! কিন্তু চক্ষু চড়কগাছ হবে ভিডিওটি দেখলে। আর এমন তাক লাগানো দৃশ্যের সৃষ্টিকারীরা অবশ্যই ভারতীয়।
ঘটনাটি তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে সেখানকার কোনও একটি মেলার দৃশ্য। প্রাথমিক ভাবে সাধারণ বলেই মনে হচ্ছিল। আর পাঁচটা মেলার মতোই নাগরদোলা বসেছে। সেখানে দোলনায় উঠে বসার জন্য যে পাটাতন থাকে, তার উপর দাঁড়িয়ে দুই যুবক। মনে হয়েছিল ওঁরা দোলনায় উঠে বসবেন। কিন্তু ভিডিও একটু এগোতেই বোঝা যায় ঘটনাটা মারাত্মক। ওই দুই যুবক দোলনার রেলিং ধরে ঝুলতে শুরু করেন দু’পাশে। ইতিমধ্যে নাগরদোলায় ঘূর্ণন শুরু হয়েছে। এই দুই যুবক উপরে উঠে যেতেই দেখা মেলে তৃতীয় যুবকের। তিনি পরের চেয়ারটি ধরে ঝুলছিলেন।
advertisement
advertisement
মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি যে ভাবে শুরু হয়েছিল, উত্তেজনার পারদ কয়েকগুণ চড়েছে সময় গড়াতেই। ভাইরাল ভিডিও দেখে দর্শকরাও যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। এ ভাবে যে কোনও বড় বিপদ হতে পারত বলে তাঁদের মত। অনেকেই দাবি তুলেছেন মেলায় আরও বেশি নিরাপত্তা থাকা প্রয়োজন বলে।
advertisement
যদিও ঘটনার পরই ওই যুবকদের পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। তাঁদের প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়েও দেওয়া হয়েছে অবশ্য।
দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গেও এমন বিপদের আশঙ্কা করে কয়েকটি পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যেমন বর্ধমান শহরের সর্বমিলন সঙ্ঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ অষ্টমীর সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা পর্যবেক্ষণ করে জানিয়ে দেন মণ্ডপের প্রবেশ পথ যথেষ্ট শক্তপোক্ত নয়। ভিড় হলে বিপদের সম্ভাবনা রয়েছে। দু’টি মণ্ডপই বেশ উঁচু। সিঁড়ি বেয়ে উঠতে হত দর্শকদের।
Location :
First Published :
October 07, 2022 7:39 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: নাগরদোলায় ঝুলন্ত মানুষ! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে শিউরে উঠল নেটদুনিয়া!