নয়াদিল্লি: ক্রাইম সিরিয়াল দেখে চুরির প্ল্যান করলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। নকল পুরোহিত সেজে একাধিক জৈন মন্দির থেকে সোনা চুরির অভিযোগ ওঠে এই ব্যক্তির উপরে। ক্রাইম সিরিজ দেখে প্ল্যান করে ঠান্ডা মাথায় একের পর এক চুরি করেন এই নকল পুরোহিত।
দিন্দোশি পুলিশ মারফত জানা গিয়েছে, পুরোহিতের ছদ্মবেশে প্রতিদিন ৫টি জৈন মন্দিরে রেকি করত এই অভিযুক্ত এবং সময় বুঝে মন্দিরের বাসনপত্র চুরি করত।অন্য এক পুরোহিত বিষয়টি জানতে পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পরে ঘটনার তদন্ত করে পুলিশ। পুলিশ মারফত জানা গিয়েছে, এই ছদ্মবেশী পুজারি গত ২৩ জানুয়ারি একটি জৈন মন্দির থেকে ১৬০ গ্রাম সোনার জিনিস চুরি করেছে। পুজারির নাম ভারত সুখরাজ দোশী বলে জানা গিয়েছে।
দিন্দোশির পুলিশ আধিকারিক ধনঞ্জয় কাভদে জানিয়েছেন, যে ধীরজ লাল শাহ নামে এক জৈন পুরোহিত থানায় সোনার পাত্র চুরির একটি মামলা দায়ের করেন। তদন্তের সময়, পুলিশ ১০০ টিরও বেশি সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে, সেখান থেকেই ধরা পরেন এই নকল পুরোহিত।টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখেই অপরাধের প্ল্যান করেন এই পুরোহিত বলে জানা যায়।
তাকে গ্রেফতার করে তল্লাশি শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নিজের অপরাধ স্বীকার করে অভিযুক্ত। আরও একাধিক জৈন মন্দিরেও তিনি চুরি করেন বলে জানা যায়। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধনঞ্জয় কাভদে জানান, অভিযুক্তের বয়স ৫৩ বছর। তিনি রামচন্দ্র লেন মালাদ পাকশিমের বাসিন্দা। অভিযুক্তর কাছ থেকে সোনার জিনিসপত্র সহ একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত ক্রাইম সিরিয়াল দেখেই চুরির প্ল্যান করে এই অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharastra