ম্যানহোল দিয়ে নীচে নামতেই এক অন্য দৃশ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত হাসপাতালের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যুদ্ধের ভয়াবহ দিনে কেবল আশ্রয় গ্রহণই নয়, এমনকি এই সব বাঙ্কার চিকিৎসার জন্যও ব্যবহৃত হত। তেমনই এক ভূগর্ভস্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন পরিত্যক্ত হাসপাতালের ভিডিও এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে মাটির তলায় বাঙ্কারে ঢুকে যাওয়ার নিয়ম অনেক পুরনো। উদাহরণ খুঁজতে অন্য দেশেও যেতে হবে না, খুব বেশি সময় পিছিয়ে যাওয়ারও প্রয়োজন হবে না, ১৯৭১ সালে চলে যাওয়াই যথেষ্ট। সেই সময়ে ভারতের সঙ্গে যুদ্ধ চলছে পাকিস্তানের। লোকাল 18-এর কাছে এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন প্রত্যক্ষদর্শীরা। জানিয়েছিলেন, সেই সময়ে যোধপুরে খালি জায়গায় L এবং U আকারের পাঁচ ফুট গভীর বাঙ্কার খনন করা হয়েছিল। সাইরেন বাজলেই আলো চলে যেত আর সবাই সেই বাঙ্কারে গিয়ে আশ্রয় নিতেন। যুদ্ধের ভয়াবহ দিনে কেবল আশ্রয় গ্রহণই নয়, এমনকি এই সব বাঙ্কার চিকিৎসার জন্যও ব্যবহৃত হত। তেমনই এক ভূগর্ভস্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন পরিত্যক্ত হাসপাতালের ভিডিও এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আরবান এক্সপ্লোরার কার্স্টেন রবার্ট এই ভূগর্ভস্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন পরিত্যক্ত হাসপাতালের ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। তাঁর পেজটির নাম losthistorie। কার্স্টেন জাতিতে জার্মান। যে কোনও শহরেরই এমন অনেক জায়গা থাকে, যা সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা ওয়াকিবহাল নন। আরবান এক্সপ্লোরাররা সেই সব জায়গা সম্পর্কে সবাইকে জানান। আমাদের দেশেও অনেক আরবান এক্সপ্লোরার আছেন, সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই কলকাতার নানা পুরনো বাড়ি, মন্দির ভাইরাল হয়ে ওঠে। তবে, কার্স্টেন বিশেষ করে ঘুরে বেড়ান পরিত্যক্ত স্থানেই!
advertisement
advertisement
advertisement
এবার যেমন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার, বর্তমানে পরিত্যক্ত এক হাসপাতালের ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন সকলকে। সেই সময়ের পরিস্থিতি কতটা দুর্বিষহ ছিল, কীভাবে সাধারণ মানুষ, বিশেষ করে ইহুদিরা লুকিয়ে থাকতেন, তার কথা তো বিশ্ব জেনেছেই আনা ফ্রাঙ্কের ডায়েরির সৌজন্যে। কিন্তু কার্স্টেন যে পরিত্যক্ত হাসপাতালের ফুটেজ দেখালেন, তাও কম মর্মান্তিক নয়। একদিকে মাটির উপরে প্রাণ যাচ্ছে মানুষের, অন্য দিকে মাটির নীচে চলছে প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, এই ভাবনাটুকুই অস্বস্তিতে ফেলে!
advertisement
তার উপরে যখন ভিডিওতে মরচে ধরা হাসপাতাল বেড, অপারেশন সেন্টার, ব্লাড ব্যাঙ্ক, ওষুধের সেলফ, খালি বোতল এ সব দেখা যাচ্ছে, টর্চ ফেলে ফেলে জায়গাটা পুরো দেখাচ্ছেন কার্স্টেন, তা দেখে অনেকেই শিউরে উঠেছেন। এক ইউজার লিখেছেন, এরকম জায়গায় লুকোচুরি খেলতেও কেউ চাইবেন না, এতটাই ভয়ধরানো আর কঠিন হয়ে উঠবে তা! অনেকে আবার ভিডিও গেমের ভিজ্যুয়ালের সঙ্গে তুলনা করেছেন সেই হাসপাতালের। এখনও পর্যন্ত এই ভিডিও ১৮ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 5:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ম্যানহোল দিয়ে নীচে নামতেই এক অন্য দৃশ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত হাসপাতালের ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে