কলমা পাঠ করালেন সংস্কৃত শিক্ষিকা, শিক্ষার্থীরা বাড়ি ফিরে গুনগুন করতেই অভিভাবকরা অবাক, সম্মিলিত দাবিতে চাকরি গেল মহিলার !

Last Updated:

Panipat Latest News: জানা গিয়েছে যে ঘটনাটি হরিয়ানার পানিপতের। সেখানে সরস্বতী বিদ্যা মন্দির স্কুলে সংস্কৃতের শিক্ষিকা অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন এবং শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে ছাড়াতে বাধ্য হয়েছেন। পুরো বিষয়টি ঘটেছে শিক্ষার্থীদের কলমা পড়ানোকে কেন্দ্র করে।

কলমা পাঠ করালেন সংস্কৃত শিক্ষিকা
কলমা পাঠ করালেন সংস্কৃত শিক্ষিকা
পানিপত, হরিয়ানা: শিক্ষার্থীর সঙ্গে রূঢ় বা অনুচিত আচরণের কারণে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন কোনও শিক্ষক বা শিক্ষিকা, এমন খবর মাঝে মাঝেই উঠে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। এবারও এক শিক্ষিকা অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন, এমন খবর এসেছে। তবে, এবার বিষয়টি আরও বেশি স্পর্শকাতর, তা শারীরিক লাঞ্ছনার সঙ্গে যুক্ত নয়।
জানা গিয়েছে যে ঘটনাটি হরিয়ানার পানিপতের। সেখানে সরস্বতী বিদ্যামন্দির স্কুলে সংস্কৃতের শিক্ষিকা অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েছেন এবং শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে ছাড়াতে বাধ্য হয়েছেন। পুরো বিষয়টি ঘটেছে শিক্ষার্থীদের কলমা পড়ানোকে কেন্দ্র করে।
advertisement
advertisement
সরস্বতী বিদ্যা মন্দির স্কুলটি হরিয়ানার পানিপতে ২০০২ সাল থেকে চলছে। রোজকার মতো সে দিনও মর্নিং সেকশন শেষ হওয়ার পর প্রার্থনা দিয়ে ডে সেকশনের ক্লাস শুরু হয়ে যায়। সব কিছুই ছিল ঠিকঠাক। সমস্যা শুরু হয় স্কুল ছুটির পরে শিক্ষার্থীরা বাড়ি ফিরে এলে।
অভিভাবকরা অবাক হয়ে সন্ধ্যাবেলায় দেখেন যে শিক্ষার্থীরা গুনগুন করে কলমা পাঠ করছে। অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থীকে কলমা পাঠ করতে শোনেন অভিভাবকরা। তাঁরা জানতে চান সন্তানদের কাছে যে কলমা পড়া তারা কোথায় শিখেছে। শিক্ষার্থীরা সাফ জানায় যে স্কুলে সংস্কৃত ক্লাসে তারা তা শিখেছে।
advertisement
ঘটনাটি নিয়ে অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। সন্ধ্যা থেকে তাঁরা একে অপরের সঙ্গে আলোচনা শুরু করেন। অবশেষে তাঁরা স্কুল ঘেরাও এবং অধ্যক্ষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। শনিবার সেই মতো তাঁরা সমবেত হন সরস্বতী বিদ্যা মন্দিরে।
advertisement
তবে, অভিভাবকরা অশান্তিপূর্ণ আচরণ করেননি। তাঁরা বিষয়টি প্রশাসনের কানেও তোলেন। পুলিশও ওই দিন স্কুলে উপস্থিত ছিল। অভিভাবকরা সরস্বতী বিদ্যা মন্দিরের অধ্যক্ষ ইন্দুর কাছে ওই শিক্ষিকাকে চাকরি থেকে বহিষ্কারের আর্জি জানান। তিনি সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছেন।
জানা গিয়েছে যে ওই শিক্ষিকা বছরখানেক হল সরস্বতী বিদ্যা মন্দিরে পড়াচ্ছেন। অধ্যক্ষ জানিয়েছেন, সেই দিন স্কুলে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার কাছে জানতে চেয়েছিল হিন্দুরা যেমন পূজার্চনার সময়ে মন্ত্র পড়েন, আরতি করেন, ইসলাম ধর্মাবলম্বীরা কী করেন! সেই কৌতূহল নিবৃত্ত করতেই ওই শিক্ষিকা তাঁদের কলমা পাঠ করে শোনান এবং তা শেখান।
advertisement
ওই শিক্ষিকার নাম নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর নাম মাহি। অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়, কেন ওই শিক্ষিকার পুরো নাম ব্যবহার করা হয় না। অধ্যক্ষ শুধু এটুকু বলেছেন যে পুরো নাম বেশ লম্বা এবং অনেকের কাছে তা বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে, সেই জন্য শুধু স্কুলের রেজিস্টারেই তা রাখা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কলমা পাঠ করালেন সংস্কৃত শিক্ষিকা, শিক্ষার্থীরা বাড়ি ফিরে গুনগুন করতেই অভিভাবকরা অবাক, সম্মিলিত দাবিতে চাকরি গেল মহিলার !
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement