Sooraj Pancholi: ‘মাত্র ২০ বছর বয়সেই আমার সঙ্গে জঙ্গিদের মতো আচরণ...!’, জিয়া খানের আত্মহত্যার মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে বিস্ফোরক সুরজ পাঞ্চোলি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Sooraj Pancholi on Jiah Khan Case: একের পর এক অভিযোগের জেরে নিজেকে জর্জরিত মনে হয়েছিল অভিনেতার। তাঁর বক্তব্য, নিজের নাম থেকে কলঙ্ক মুছে ফেলার জন্য গোটা শুনানির মধ্যে দিয়ে যাওয়াটাই তাঁর একমাত্র উপায় বলে মনে হয়েছিল। বড় মাসুল গুনতে হয়েছিল সুরজ পাঞ্চোলিকে।
অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনায় প্রায় এক দশক ধরে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হয়েছিল অভিনেতা সুরজ পাঞ্চোলিকে। আসলে যে সময় সুরজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সেই তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ঘটনার বিষয়ে খোলাখুলি ভাবে কথা বলেছেন কেশরী বীর অভিনেতা। আসলে কে বা কারা তাঁকে এই ঘটনায় ফাঁসিয়েছিল, তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন তিনি। সেই সঙ্গে আরও এক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানালেন যে, যাঁরা তাঁর বাবা তথা অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে ঘৃণা করেন, তাঁরাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। (File Photo)
advertisement
বরিন্দর চাওলার টিমের সঙ্গে আলাপচারিতায় সুরজ পাঞ্চোলি বলেন যে, তাঁর যখন মাত্র ২০ বছর বয়স ছিল, তখনই তাঁকে জিয়া খানের আত্মহত্যার ঘটনায় খলনায়ক হিসেবে প্রতিপন্ন করা হয়েছিল। এখানেই শেষ নয়, ব্যর্থ সম্পর্কের কারণে তাঁর সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হয়েছিল। এমনকী একপেশে গল্প-কথার বিষয়েও সমালোচনা করেছেন অভিনেতা। তাঁর আফসোস, কেউ গল্পের অন্য দিকটা দেখতে পান না। শুধুই তাঁর বিরুদ্ধে নোংরা অভিযোগ আনা হয়েছে। (File Photo)
advertisement
advertisement
সুরজের কথায়, “একটা মামলা চালিয়ে যাওয়া কিন্তু সহজ নয়। আর বিশেষ করে যেখানে সংবাদমাধ্যম জড়িত, সেখানে তো বটেই!” অভিনেতা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। স্মৃতিচারণ করে জানান, কীভাবে তাঁকে বছরের পর বছর ধরে আদালতের চক্কর কাটতে হয়েছে। কখনও কখনও তাঁকে সপ্তাহে তিন বারও হাজিরা দিতে হত। এমনকী টানা ৬ দিনই কোর্টে কাটাতে হয়েছে। (File Photo)
advertisement
গ্রেফতারির ঘটনায় স্তম্ভিত অভিনেতা: সুরজ পাঞ্চোলি বলেন যে, জিয়া খানের বাড়ি থেকে যে চিঠি পাওয়া গিয়েছিল, তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য ওই চিঠিটা ভুয়ো বলে আদালতে প্রমাণিত হয়েছে। এতে অভিনেতার মনে একটাই প্রশ্ন এসেছিল যে, প্রথমেই কেন তাঁকে গ্রেফতার করা হল। তবে এখন তাঁর মনে হয়েছে যে, এই বিষয়ে এবার কথা বলার সময় এসে গিয়েছে। কারণ মানুষও সত্যিটা শোনার জন্য প্রস্তুত। (File Photo)