পুরো ফ্লাইট ভাড়া করে সপরিবারে বর চললেন বিয়ে করতে
- Published by:Brototi Nandy
Last Updated:
দ্য শুভ ওয়েডিং নামের একটি ইনস্টাগ্রাম পেজ একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সপরিবারে নিজের বিয়েতে যাওয়ার জন্য পুরো একটি প্লেন বুক করেছে। বিমানের ভিতরে পরিবারের লোকেদের উল্লাস এবং আনন্দ তাদের চেহারায় ধরা পড়ছে। man booked full flight with relatives for his wedding
আজকাল বিয়ের ক্ষেত্রে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ট্রেন্ড চলছে। আত্মীয়স্বজনদের নিয়ে বর এবং কনে পক্ষ পূর্বপরিকল্পিত একটি বিশেষ স্থানে পৌঁছায় এবং ধুমধামের সঙ্গে বিবাহের্ যাবতীয় অনুষ্ঠান সেখানেই উৎযাপিত হয়। ভারতীয়দের বিয়ে মানেই জমকালো ব্যাপার। নাচগান , খাওয়াদাওয়া , সাজসজ্জা সব মিলিয়ে একটা রীতিমত বড়সড় উৎসবের আয়োজন।
এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বর এমনি একটি গ্র্যান্ড ফাংশনে নিজের পরিবার নিয়ে পৌঁছাবার জন্য এলাহী কান্ড করেছেন। পুরো একটা ফ্লাইট বুক করে ফেলেছেন। মহানন্দে সকলে মিলে আনন্দ করতে করতে আকাশপথে যাওয়ার অনুভূতিটাই আলাদা।
দ্য শুভ ওয়েডিং নামের একটি ইনস্টাগ্রাম পেজ একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সপরিবারে নিজের বিয়েতে যাওয়ার জন্য পুরো একটি প্লেন বুক করেছে। বিমানের ভিতরে পরিবারের লোকেদের উল্লাস এবং আনন্দ তাদের চেহারায় ধরা পড়ছে। ভাইরাল হওয়া ভিডিওতে, বরের পরিবার এবং আত্মীয়দের বিমানের ভিতরে হাত দিয়ে দুলতে , উল্লাস করতে এবং হার্ট শেপ বানাতে দেখা যায়। তবে বিয়ে করতে যাওয়া বর ভুবনের উত্তেজনা একটু আলাদা মাত্রায় ছিল , মুখের অভিব্যক্তিতে তার মনের খুশির ঝলক ধরা পড়ে । বেশ উত্তেজিত বরকেও ভিডিওতে ক্যামেরার জন্য বোকা মুখ তৈরি করতে দেখা যায়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
advertisement
advertisement
ডে 1: @drolia_shagun হোম,” ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৮,৬১৫ টিরও বেশি লাইক এবং ১৭ লাখের বেশি ভিউ পেয়েছে।
নেটিজেনরা ভিডিওটি দেখে নিজেদের মতামত দিয়েছেন কমেন্ট বক্সে।
একজন ব্যবহারকারী লিখেছেন, “আমার পরিবারের সদস্যরা এর যোগ্য নয়।
ওপর একজন যোগ করেছেন ,“বিনামূল্যে কোথাও যেতে সব আত্মীয়রাই এগিয়ে আসে। ”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 10:38 AM IST