Maharashtra Hair Loss: মাথা ভরা চুল ছিল সবার, হঠাৎ গোটা গ্রামে সবার একসঙ্গে পড়ল টাক! এই গ্রামে প্রবল আতঙ্ক...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Maharashtra Hair Loss: মহারাষ্ট্রের বুলধানা জেলার তিনটি গ্রামের মানুষের মধ্যে হঠাৎ চুল পড়া এবং গঞ্জত্বের ঘটনা ঘটেছে, যা আতঙ্ক সৃষ্টি করেছে। এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ জল পরীক্ষা শুরু করেছে...
বুলধানা: সব ঠিক ছিল৷ মাথা ভর্তি ঘন চুলও ছিল সবার৷ কিন্তু আচমকাই মাথায় ভেঙে পড়ল আকাশ৷ গোটা গ্রামে সবার মাথায় টাক৷ ব্যাপারটা কী? চুল হারানোর ভয়ে প্রবল আতঙ্গে সবাই৷
গল্পের মতো মনে হলেও ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলার শেগাঁও তহসিলের কালভাদ, বন্ডগাঁও এবং হিংনা গ্রামে৷ এই তিন গ্রামে অন্তত ৩০ জন মানুষের হঠাৎ চুল পড়া শুরু হয় এবং টাক পড়ে গিয়েছে। গ্রামবাসীদের মধ্যে চুল পড়া ব্যাপক হারে বাড়তে থাকায় স্থানীয় কর্তৃপক্ষ জল উৎসের সম্ভাব্য দূষণ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
ঘটনার পর, স্বাস্থ্য বিভাগের একটি দল মঙ্গলবার থেকে এই গ্রামগুলিতে একটি জরিপ শুরু করে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের একটি জরিপে কালভাদ, বন্ডগাঁও এবং হিংনা গ্রামে ৩০ জনেরও বেশি মানুষ চুল পড়া এবং টাক পড়ার সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে।
advertisement
আচমকা এমন পরিস্থিতিতে নড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ৷ তাদের তরফ থেকে আক্রান্তদের লক্ষণ অনুযায়ী চিকিৎসা শুরু করেছে। ত্বক বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হচ্ছে।
এই গ্রামগুলির জল নমুনাও পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, যাতে কোনো ধরনের দূষণ আছে কিনা তা নিশ্চিত করা যায়, একটি জিলা পরিষদ স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 11:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Maharashtra Hair Loss: মাথা ভরা চুল ছিল সবার, হঠাৎ গোটা গ্রামে সবার একসঙ্গে পড়ল টাক! এই গ্রামে প্রবল আতঙ্ক...