Knowledge: ‘OK’ শব্দের উৎপত্তি কীভাবে ? কারণ জানলে অবাক হবেন

Last Updated:

লোকবিশ্বাস অনুসারে, ইংরেজিতে বহুল প্রচলিত ‘ওকে’ শব্দের উৎপত্তি কিন্তু ইংরেজি ভাষায় নয়, স্প্যানিশে, এমনটাই মনে করা হয়। কিন্তু আসলে এটি একটি আমেরিকান ইংরেজি শব্দ।

OK শব্দের উৎপত্তির মূলে এমন দারুন মজার ঘটনার কথা জানতেন কি?
OK শব্দের উৎপত্তির মূলে এমন দারুন মজার ঘটনার কথা জানতেন কি?
কলকাতা: আমাদের প্রতিদিনের জীবনে আমরা এমন এমন কিছু শব্দ ব্যবহার করি যার উৎপত্তি নিয়ে আমাদের কোনও ধারণাই থাকে না, স্রেফ লোকমুখে প্রচলিত হতে হতে ওইসব শব্দ এমন জনপ্রিয় হয়ে যায় যে, প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত হতে থাকে। যেমন ধরা যাক ইংরেজিতে যদি হ্যালোর (Hello) পরে সবচেয়ে প্রচলিত শব্দ থাকে সেটি হল ‘ওকে’ (OK)। এই শব্দের উৎপত্তি কীভাবে? এর মূল অর্থই বা কি? আজ আমরা সেটাই জানার চেষ্টা করব।
লোকবিশ্বাস অনুসারে, ইংরেজিতে বহুল প্রচলিত ‘ওকে’ শব্দের উৎপত্তি কিন্তু ইংরেজি ভাষায় নয়, স্প্যানিশে, এমনটাই মনে করা হয়। কিন্তু আসলে এটি একটি আমেরিকান ইংরেজি শব্দ।
advertisement
তবে মজার বিষয় হল এখন সম্ভবত বিশ্বের প্রতিটি ভাষায় ‘ওকে’ শব্দের ব্যবহার করা হয়, শুধুমাত্র উচ্চারণগত ভিন্নতা রয়েছে এমনটা হতে পারে। আজকাল ‘ওকে’ ছোট বা বড় সবাই বিনা দ্বিধায়, খুব সহজেই ব্যবহার করে থাকেন। যদিও কয়েক দশক আগেও এমনটা ছিল না। শিক্ষাবিদরা এই শব্দের ব্যবহার বিপণনযোগ্যতার কারণে জনপ্রিয় হয়ে উঠেছে এমনটা মনে করেছেন। তবে এমনটা বিশ্বাস করা হয় যে এটি একটি ইয়াঙ্কি (YANKEE) শব্দ অর্থাৎ যার কোনও গুরুগম্ভীর মানে নেই।
advertisement
অনেকে বলেন, এই শব্দের উৎপত্তি মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের (Andrew Jackson) ব্যবহার করা ‘অল কারেক্ট’ বা ‘ওকে’ থেকে। যদিও ভারত ও পাকিস্তানের মানুষজন মনে করেন জর্জ ওয়াশিংটন (George Washington) বা আব্রাহাম লিংকনের (Abraham Lincoln) ভাষণ থেকে শব্দটা এসেছে। যদিও কেউ কেউ মার্কিন প্রেসিডেন্টের এই শব্দের প্রবর্তনের গল্পকে ভুল বলে মনে করেন। এই প্রসঙ্গে আরেকটি নির্ভরযোগ্য গল্প হিসেবে অনেকেই ১৮০০ শতকের এক রাষ্ট্রপতি প্রার্থীর নির্বাচনী প্রচারের ঘটনাকে সত্যি বলে মেনে নিয়েছেন।
advertisement
ওই প্রার্থীর নাম ছিল ওল্ড কিন্ডারহুক (Old Kinderhook) এবং নিবাস ছিল নিউ ইয়র্কে। একারণেই তাঁর সমর্থকরা ওই নামের প্রাথমিক অক্ষর দিয়ে একটি ‘ওকে’ গ্রুপ গঠন করেন। সে সময় এই শব্দটি বেশ প্রচার পেয়েছিল।
আমেরিকান রেলওয়ের প্রাথমিক দিনগুলিতে এক ডাক কেরানি তার দায়িত্বে থাকা প্রতিটি পার্সেলে ‘ওকে’ লিখে তাঁর নামের আদ্যক্ষর লিখতেন, যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন যে সবকিছু ঠিক আছে। কেন না, ‘ওকে’ শব্দটির মানে রেড ইন্ডিয়ানদের ভাষায় 'ঠিক আছে'।
advertisement
বর্তমানে এই শব্দটি এতটাই প্রচলিত যে, যে কোনও ভাষায় খানিটা উচ্চারণের অদল-বদল করে নিয়ে শব্দটি ব্যবহার করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge: ‘OK’ শব্দের উৎপত্তি কীভাবে ? কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement