ভুলেও ঘাঁটাবেন না, প্রতিশোধস্পৃহা ১৭ বছর ধরে পুষে রাখে কাক, কখন কী করবে কোনও ভরসা নেই

Last Updated:

জানা গিয়েছে যে প্রাণীকুলের মধ্যে কাকের প্রতিশোধস্পৃহা সবচেয়ে বেশি। এক নয়, দুই নয়, তিন নয়, একটানা ১৭ বছর এই প্রতিশোধস্পৃহা মনের ভিতরে নিয়ে তারা ঘুরে বেড়ায়।

প্রতিশোধস্পৃহা ১৭ বছর ধরে পুষে রাখে কাক (Representative Image)
প্রতিশোধস্পৃহা ১৭ বছর ধরে পুষে রাখে কাক (Representative Image)
কেউ একটা কাক মেরে ফেললে পুরো দল যে হেনস্তার মুখে ফেলে শিকারিকে, এমন ঘটনা অনেকেই নিজের চোখে দেখেছেন। পাখিদের মধ্যে এরা যেমন বুদ্ধি ধরে, তেমনই এদের গোষ্ঠীবদ্ধতাও তারিফ করার মতো। তবে এদের যা জানা গেল, তাতে আরও বেশি করে সচেতন হওয়ার সময় এসেছে বলাই যায়। জানা গিয়েছে যে প্রাণীকুলের মধ্যে কাকের প্রতিশোধস্পৃহা সবচেয়ে বেশি। এক নয়, দুই নয়, তিন নয়, একটানা ১৭ বছর এই প্রতিশোধস্পৃহা মনের ভিতরে নিয়ে তারা ঘুরে বেড়ায়।
কীভাবে এই তথ্য প্রকাশ্যে এল, সেই কথা জেনে অনেকেই বেশ মজা পাবেন। কাকের প্রতিশোধস্পৃহা সংক্রান্ত একটি গবেষণা আসলে চলেছিল ওয়াশিংটন ইউিভার্সিটিতে। অধ্যাপক জন মার্জলফ ছিলেন এর মুখ্য হোতা, তিনিই অন্য পরিবেশ বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে এই গবেষণা পরিচালনা করেন। বেশি কিছু তাঁরা করেননি। তাঁরা কেবল ভয়ঙ্কর দেখতে মুখোশ পরে নিয়ে ৭টা কাক ধরেছিলেন। মুখোশ পরার কারণ এই যাতে কাক আসল চেহারা চিনে না ফেলে। এর পর তাঁরা ওই ৭টা কাককে ছেড়েও দেন। শুধু পায়ে একটা করে আংটা পরিয়ে দেন যাতে পরে তাদের সনাক্ত করতে অসুবিধা না হয়।
advertisement
advertisement
অধ্যাপক জন মার্জলফ জানিয়েছেন যে এই ঘটনার পরে যখনই তাঁরা ওই বিশেষ ভয়ঙ্কর মুখোশ পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাগানের ভিতর দিয়ে হাঁটাচলা করতেন, দলে দলে কাক এসে তাঁদের ঠোকরানোর চেষ্টা করত। সব মিলিয়ে ৫৩টি কাকের দলের মুখে পড়েছিলেন তিনি এবং তাঁর সহকর্মীরা, যাদের মধ্যে ৪৭টি কাক তাঁদের ঠোকরাতে আসে বলে তিনি দাবি করেছেন। এও দাবি করেছেন যে অন্য মুখোশ পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাগানের ভিতর দিয়ে হাঁটাচলা করলে কিন্তু কাকেরা কিছু করত না। যেমন, যখন ২০০৭ সালে গবেষণা শুরু হয়, তখন তাঁরা ডিক চেনির মুখোশ পরে দেখেছেন, কাকে কিচ্ছুটি করেনি!
advertisement
১৭ বছর ধরে এই ঘটনা সমানে চলেছে বলে জানিয়েছেন অধ্যাপক জন মার্জলফ। এখানে একটি বিষয় রীতিমতো লক্ষ্য করার মতো। যে ৭টি কাককে তাঁরা ধরেছিলেন, তারা ওই ভয়ঙ্কর মুখোশ সংক্রান্ত বিপদের বার্তা গোষ্ঠীতেও ছড়িয়ে দিয়েছিল। যে কারণে সবাই মিলে প্রতিশোধ নিতে আসে! তবে কাকের এই গোষ্ঠীবদ্ধতার বিষয়টির সঙ্গে আমরা সবাই পরিচিত। প্রতিশোধস্পৃহার বিষয়ে এবার যা জানা গেল, চমকে উঠতে হয় বইকি!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভুলেও ঘাঁটাবেন না, প্রতিশোধস্পৃহা ১৭ বছর ধরে পুষে রাখে কাক, কখন কী করবে কোনও ভরসা নেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement