শাশুড়িকে খুন, খুব খুশি বউমা ! পুলিশ এসে ধরতেই সামনে এল আসল ঘটনা, আতঙ্কে পরিবারের সদস্যরা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
MP News : এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ছত্রপুর জেলার জুঝাড় নগর থানার খুড়েড়ি গ্রামে।
নরেন্দ্র সিং পরমার, মধ্য প্রদেশ: সন্ধ্যা হলেই বৌমা বেরিয়ে পড়ে। প্রতিদিন কোথায় যায়? সন্দেহ হয়েছিল শাশুড়ির। শনিবার বৌমা বাড়ি থেকে বেরতেই পিছু নেন তিনি। তারপর যা দেখেন, তাতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৌমা বিষয়টা বুঝে যান। দেখে ফেলেন শাশুড়িকে। আর দেরি করেননি। লোক জানাজানি হওয়ার ভয়ে ইট দিয়ে মেরে মাথা থেঁতলে হত্যা করেন শাশুড়িকে।
advertisement
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ছত্রপুর জেলার জুঝাড় নগর থানার খুড়েড়ি গ্রামে। প্রৌঢ়ার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাজির হয় এফএসএল টিম, ফিঙ্গারপ্রিন্ট টিম এবং ডগ স্কোয়াড। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেন তাঁরা। এরপরই আটক করা হয় বউমা লক্ষ্মী সিং এবং তাঁর প্রেমিক সচিন সিংকে। Representational Image
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বউমাকে তাঁর প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন শাশুড়ি। আচমকা শাশুড়িকে দেখে ভয় পেয়ে যান তাঁরাও। বুঝতে পারেন, তাঁদের সম্পর্কের কথা গোটা গ্রামে রটে যাবে। সংসার ভেঙে যাবে। এই অবস্থায় প্রেমিককে নিয়ে শাশুড়িকে হত্যার পরিকল্পনা করেন বউমা। সেই মতো রাতে দু’জনে মিলে মাথায় ইট মেরে হত্যা করেন শাশুড়িকে।
advertisement
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতে বউমা লক্ষ্মী সিং এবং প্রেমিক সচিন সিংকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। আপাতত বউমা এবং প্রেমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।জানা গিয়েছে বউমা লক্ষ্মী সিং অঙ্কুর সিংয়ের স্ত্রী। সচিন তাঁদের প্রতিবেশি। Representational Image
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে শাশুড়িকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন লক্ষ্মী। তিনি বলেছেন, “সচিন আমাদের প্রতিবেশী। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক ছিল। শনিবার সন্ধ্যায় যখন সচিনের সঙ্গে দেখা করতে গিয়েছিনাম, তখন শাশুড়ি সুনীলা সিং পিছু নিয়েছিলেন। আমাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। আমরা ভয় পেয়ে যাই। সত্যিটা পুরো গ্রাম জেনে যাবে, এই আশঙ্কা থেকেই খুনের পরিকল্পনা করি। হাতের কাছেই ইট-পাথর পড়ে ছিল। তাই দিয়েই মাথায় মেরে শাশুড়িকে খুন করি আমরা।”
advertisement
হত্যাকাণ্ড প্রসঙ্গে এসপি আগম জৈন বলেন, “জুঝার নগর থানা এলাকার ঘটনা। এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ঘটনায় মৃতের বউমা ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। দু’জনে মিলেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মৃত মহিলা তাঁদের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। সেই কারণেই তাঁকে হত্যা করা হয়েছে।” Representational Image