বাস্তু মানুন, ঘরে এই ছবিগুলো কখনও রাখবেন না

Last Updated:

অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা অফিসে বাস্তু দোষ আছে। আমাদের নিজের অজান্তেই আমরা বাস্তু দোষ কারণ উৎপন্ন করি। আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি এছাড়াও অনেক কিছুর দ্বারা বাস্তু দোষ সৃষ্টি হয়।

#কলকাতা: বর্তমানে বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা অনেকটাই বেড়েছে। আমাদের সমস্যায় ভরা জীবনে বিভিন্ন গ্রহ যেমন শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা অফিসে বাস্তু দোষ আছে। আমাদের নিজের অজান্তেই আমরা বাস্তু দোষ কারণ উৎপন্ন করি। আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি এছাড়াও অনেক কিছুর দ্বারা বাস্তু দোষ সৃষ্টি হয়। তাই এই সব জিনিস কোনটা কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে তা জেনে রাখা দরকার।
১) দক্ষিণ-পূর্ব দিক সম্পদের দিক। ওই দিকে কমলালেবু গাছের ছবি বা শো-পিস রাখলে সেটা সৌভাগ্যের প্রতীক হয়।
advertisement
২) কোনও অস্বাভাবিক চেহারার মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।
৩) বাড়িতে কোনও হিংসাত্মক ছবি বা কোনও যুদ্ধের ছবি রাখা উচিত নয়। তাতে বাড়ির সদস্যদের মনে হিংসা ভাব সৃষ্টি হয়।
advertisement
৪) বাড়িতে কোনও বিবাহ যোগ্য কন্যা থাকলে তার ঘরের দরজার বাইরের দিকে পিওনি ফুলের ছবি লাগান ভাল ফল পাবেন।
৫) বাড়ির সদস্যদের সম্পর্কের উন্নতি করতে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে পারেন।
৬) বিদ্যার্থীদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণে চারটি স্ফটিক বল ঝুলিয়ে রাখা খুব শুভ ফলপ্রদ।
advertisement
৭) বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের কোনও ছবি বা লাল রঙের কোনও মূর্তি রাখুন।
৮) নিজের অফিস থাকলে, সেখানে নিজের ছবি রাখা হলে, তাতে যশ ও মান বৃদ্ধি হয়।
৯) দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহে শান্তি ফিরে আসে।
১০) বাড়িতে কোনও গলা কাটা বা কোনও শিকারের ছবি একদম রাখা উচিত নয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাস্তু মানুন, ঘরে এই ছবিগুলো কখনও রাখবেন না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement