Kerala Tourism: একেবারে আইপিএল-এর মডেলেই নৌ-চালনার প্রতিযোগিতা; পর্যটক বাড়াতে আরও নানা উদ্যোগ নিচ্ছে এই দক্ষিণী রাজ্য

Last Updated:

পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইপিএল-মডেল চ্যাম্পিয়ন্স বোট লিগ (সিবিএল) চালু করা হয়েছিল। বিষয়টা অনেকটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মতোই!

একেবারে আইপিএল-এর মডেলেই নৌ-চালনার প্রতিযোগিতা; পর্যটক বাড়াতে আরও নানা উদ্যোগ নিচ্ছে এই দক্ষিণী রাজ্য (Photo Courtesy: Kerala Tourism)
একেবারে আইপিএল-এর মডেলেই নৌ-চালনার প্রতিযোগিতা; পর্যটক বাড়াতে আরও নানা উদ্যোগ নিচ্ছে এই দক্ষিণী রাজ্য (Photo Courtesy: Kerala Tourism)
কলকাতা: দক্ষিণ ভারতীয় রাজ্য কেরলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব বললেই চলে। সাধে কি কেরলকে ‘ইশ্বরের আপন দেশ’ বলা হয়? বরাবরই পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান হল দক্ষিণী এই রাজ্য। পাহাড়, সমুদ্র, সারি সারি নারকেল গাছ, ব্যাকওয়াটার্স, চা-কফির ক্ষেত – একেবারে যেন শিল্পীর পটে আঁকা ছবি! আর চোখ জুড়োনো সৌন্দর্যে ভরপুর কেরলে সমস্ত মরশুমে পর্যটকের সংখ্যা বৃদ্ধি করতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এবার সেই উদ্যোগের পরিধিকেই আরও বাড়ানো হচ্ছে। আসলে পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইপিএল-মডেল চ্যাম্পিয়ন্স বোট লিগ (সিবিএল) চালু করা হয়েছিল। বিষয়টা অনেকটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর মতোই!
দিন কয়েক আগেই দক্ষিণী এই রাজ্যে মহাসাড়ম্বরে পালিত হয়েছে ওনাম উৎসব। আর এই সময় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এবার চলতি মাসের শেষের দিকে রয়েছে আইপিএল-মডেল সিবিএল-এর তৃতীয় এডিশন। ফলে রাজ্যে বাড়তে পারে পর্যটকদের সংখ্যা। এমনটাই আশা করা হচ্ছে।
advertisement
advertisement
এখানকার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ব্যাকওয়াটার্সেই হবে সিবিএল। থাকবে দুর্দান্ত সাপের আকৃতির নৌকা। যা চন্দন ভাল্লাম নামে পরিচিত। এক-একটি নৌকায় থাকবেন বহু সংখ্যক নৌচালক। ফলে ব্যাকওয়াটার্সে রীতিমতো ঝড় উঠবে। দুর্দান্ত এই দৃশ্য একেবারে দেখার মতো হতে চলেছে।
Photo Courtesy: Kerala Tourism Photo Courtesy: Kerala Tourism
advertisement
পর্যটক বৃদ্ধির সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে পর্যটন মন্ত্রী পি এ মহম্মদ রিয়াস বলেন, “অতিমারী পরবর্তী সময়ে পর্যটক বাড়ানোর জন্য এই রাজ্য সমস্ত রকম প্রয়াস করে চলেছে। ওনাম সপ্তাহ উদযাপনের পরেই আসে সিবিএল মরশুম। এই সময় কেরলে পর্যটক বৃদ্ধি পায়। তাঁরা এখানে এসে নানা বিষয় উপভোগ করেন। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে পর্যটকদের চাহিদা এবং ভ্রমণের স্বাদ বদলেছে। তাই কেরল কয়েকটি আকর্ষণীয় বিষয় চালু করেছে। আর বিদ্যমান বিষয়গুলিকেও প্রসারিত করা হবে। চলতি বছরে আমরা আরও পর্যটক আশা করছি।”
advertisement
(Photo Courtesy: Kerala Tourism) (Photo Courtesy: Kerala Tourism)
পর্যটকদের আকর্ষণ করতে উদ্ভাবনী প্রচারের জন্য কেরল পর্যটন সম্প্রতি প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ) গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। আরও বেশি সংখ্যক পর্যটক টানার জন্য একটি পার্টনারশিপ সংক্রান্ত বৈঠকের আয়োজন করা হবে। আর এই বৈঠক হতে চলেছে কলকাতায়। সেই সঙ্গে থাকবে পর্যটন বাণিজ্য নেটওয়ার্কিং কার্যকলাপও। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং বি২বি বাণিজ্য বৈঠক হবে। আর চলতি মাসের শেষ থেকে এটা শুরু হতে চলেছে বিশাখাপত্তনমে। অক্টোবর মাসে ধারাবাহিক বি২বি বাণিজ্য বৈঠক করার পরিকল্পনা রয়েছে মুম্বই, পুণে, সুরাত এবং রাজকোটে।
advertisement
(Photo Courtesy: Kerala Tourism) (Photo Courtesy: Kerala Tourism)
পর্যটন সচিব কে বিজু জানিয়েছেন, পর্যটকদের জন্য এই রাজ্য কী কী আয়োজন করতে চলেছে, তা প্রদর্শনের দারুণ সুযোগ করে দিচ্ছে এই বাণিজ্য মেলা এবং রোড শো-গুলি। আবার অন্য দিকে, পর্যটন ডিরেক্টর শ্রী পি বি নুহ জানান যে, কেরলের হাউসবোট, ক্যারাভ্যান স্টে, জঙ্গলের ভিতরের লজ, প্ল্যান্টেশনের জায়গাগুলিতে ভ্রমণ, হোম-স্টে, আয়ুর্বেদ ওয়েলনেস সলিউশনস, কান্ট্রিসাইড ভ্রমণ এবং রোমাঞ্চকর নানা কার্যকলাপ পর্যটকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। সেই সঙ্গে থাকবে ছোটখাটো ট্রেকিংয়ের মজাও। এছাড়া এই রাজ্যের সমুদ্র-সৈকত, পাহাড়-পর্বত, হাউজবোট এবং ব্যাকওয়াটার্স তো রয়েছেই। আসলে এগুলোই মূল আকর্ষণের জায়গা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kerala Tourism: একেবারে আইপিএল-এর মডেলেই নৌ-চালনার প্রতিযোগিতা; পর্যটক বাড়াতে আরও নানা উদ্যোগ নিচ্ছে এই দক্ষিণী রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement