নলকূপ খুলতেই এ কী কাণ্ড! চক্ষু চড়কগাছ এলাকাবাসীর; হতবাক পুলিশ অফিসাররাও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Jhansi Latest News: মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ এবং আবগারি দফতরের দল যৌথ ভাবে অবৈধ মদের ঠেকগুলিতে অভিযান চালায়। এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া লাহন ধ্বংস করে।
ঝাঁসি: নলকূপ থেকে জলের বদলে বেরোচ্ছে মদ। ঝাঁসিতে এই দৃশ্য দেখে চক্ষু রীতিমতো চড়কগাছ এলাকাবাসীর! আসলে বেআইনি মদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকায় পৌঁছেছিল পুলিশ। এই সময় মাটির নীচে কয়েক ফুট গভীরে লুকিয়ে রাখা ড্রাম থেকে অবৈধ মদ উদ্ধার করে পুলিশ এবং আবগারি দফতর। তবে মদের নলকূপ খোঁড়ার জন্য এবার বুলডোজারের সাহায্য নিতে হয়েছে তাদের।
মঠ কোতোয়ালি এলাকার ঘটনায় পুলিশ এবং আবগারি দফতরের দল যৌথ ভাবে অবৈধ মদের ঠেকগুলিতে অভিযান চালায়। এই অভিযানে পুলিশ কয়েক হাজার লিটার মহুয়া লাহন ধ্বংস করে। এর পাশাপাশি অবৈধ মদ এবং মদ তৈরির সরঞ্জাম-সহ দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই অবৈধ মদের ঠেকগুলিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ এবং আবগারি দফতর। কিন্তু তা সত্ত্বেও অবৈধ মদ দেখা কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে পাশের মাঠে মাটিতে পুঁতে রাখা একের পর এক মদের ড্রাম উদ্ধার হতে থাকে।
advertisement
এরপর অভিযান চলাকালীন পুলিশ নলকূপটি চালালে আচমকাই সেখান থেকে জলের পরিবর্তে মদের স্রোত বার হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই নলকূপ থেকে কয়েকশো লিটার অবৈধ মদ বার করা হয়। পুলিশ সূত্রে খবর, মাটির নিচে পুঁতে রাখা ড্রামগুলি থেকে ৫০০ লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে প্রায় ৩ হাজার লিটার মদ ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করা হয়েছে এবং দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া ওই অভিযানে অবৈধ মদ তৈরির ভাটি এবং অন্যান্য সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি সম্পর্কে আবগারি দফতরের ইনচার্জ ইন্সপেক্টর অশোক রাম বলেন, যে নলকূপ থেকে জল পড়ে, সেই একই নলকূপ দিয়ে মদ ঝরে পড়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।
Location :
Jhansi,Uttar Pradesh
First Published :
March 13, 2024 6:17 PM IST