Adult Star Sophia Leone: ‘ইন্ডাস্ট্রির বিষয়ে মুখ খুললে এমনটাই ঘটবে...’; অ্যাডাল্ট ছবির নায়িকা লিওনির মৃত্যুতে দাবি নেটিজেনদের !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
পরে তাঁর সৎ বাবা মাইক রোমেরো GoFundMe-র মাধ্যমে সোফিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অথচ মায়ামির বাসিন্দা লিওনি মৃত্যুর দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন।
এক সপ্তাহ আগেই নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার হয়েছিল ২৬ বছর বয়সী অ্যাডাল্ট ছবির তারকা সোফিয়া লিওনির দেহ। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে যে, কিছু সময় ধরে কোনও রকম ফোন কলের উত্তর দিচ্ছিলেন না অভিনেত্রী। পরে তাঁর সৎ বাবা মাইক রোমেরো GoFundMe-র মাধ্যমে সোফিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। অথচ মায়ামির বাসিন্দা লিওনি মৃত্যুর দিন কয়েক আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একজন তো লিখেছেন, “প্রথমে ক্যাগনি লিন কার্টার, এখন সোফিয়া লিওনি এবং খুব শীঘ্রই এমিলি উইলিস..আমার সার্চ হিস্ট্রি ধীরে ধীরে যেন সমাধিতে পরিণত হচ্ছে।”অন্য একজনের আবার দাবি, “প্রথমে এমিলি উইলিস এবং বর্তমানে সোফিয়া লিওনি। যখন তুমি আওয়াজ তোলো এবং পর্ন ইন্ডাস্ট্রির সমস্ত কিছু প্রকাশ্যে আনো, তখন এমনটাই হবে। সত্যিটা বললে ওরা তোমায় হত্যা করবে।”